‘দ্য বেঙ্গল ফাইলস’ ছবি নিয়ে গোপাল পাঁঠা ওরফে গোপাল মুখোপাধ্যায়ের নাতির দায়ের করা মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। ‘দ্য বেঙ্গল ফাইলস’ সিনেমা ঘিরে বিতর্ক উঠেছিল। সেই বিতর্কের জেরে আদালতের দ্বারস্থ হয়েছিলেন গোপাল পাঁঠার নাতি। কিন্তু প্রয়োজনীয় তথ্যের অভাবে বিচারপতি অমৃতা সিনহা তাঁর করা মামলা খারিজ করে দেন।
আরও খবর-সপ্তাহের গোড়াতেই অঘটন! হোয়াটসঅ্যাপ বিপর্যয়ে চরম ভোগান্তি, ক্ষোভ ব্যবহারকারীদের
মামলাকারীর অভিযোগ ছিল, সিনেমায় গোপাল পাঁঠার চরিত্র যেভাবে দেখানো হয়েছে, তার তথ্যসূত্র নিয়ে ধোঁয়াশা রয়েছে। তাঁদের দাবি, তথ্যের অধিকার আইনের আওতায় জানতে চাওয়া হয়েছিল ছবির নির্মাতারা কোথা থেকে এই তথ্য পেয়েছেন। কিন্তু কোনও সদুত্তর মেলেনি। এমনকী তাঁদের আরও অভিযোগ, ছবির দু’টি নির্দিষ্ট অংশ বাদ দেওয়াও প্রয়োজন। সেই দাবিতেই তাঁরা কলকাতা হাইকোর্টের শরণাপন্ন হন।তার কোনও উত্তর মেলেনি।আদালতে বিচারপতি অমৃতা সিনহা স্পষ্ট জানিয়ে দেন, এই ধরনের আবেদন এই আদালতের আওতায় পড়ে না। তবে মামলাকারী চাইলে সংশ্লিষ্ট ফোরামে আবেদন জানাতে পারবেন। এরপরই তথ্যের অধিকার আইনের ভিত্তিতে করা এই মামলাটি তিনি খারিজ করে দেন। শুনানিতে কেন্দ্রীয় আইনজীবী সওয়াল করেন, মামলাকারী তাহলে কীভাবে মামলা করেন।
আরও খবর-সপ্তাহের গোড়াতেই অঘটন! হোয়াটসঅ্যাপ বিপর্যয়ে চরম ভোগান্তি, ক্ষোভ ব্যবহারকারীদের