প্রায় চার মাস পরে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলপ্রকাশ করা হল। গত ২৭ এপ্রিল জয়েন্ট পরীক্ষা হয়েছিল। কিন্তু ওবিসি (অন্যান্য অনগ্রসর শ্রেণি) তালিকা সংক্রান্ত জটের কারণে দীর্ঘদিন ফলপ্রকাশ করা হয়নি। অবশেষে আজ কলকাতা হাইকোর্টের রায়ে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেওয়ার পরেই জয়েন্টের ফলপ্রকাশ করা হয়েছে। প্রকাশ করা হয়েছে মেধাতালিকাও। সেই মেধাতালিকা অনুযায়ী, এবার প্রথম দশে আছেন পশ্চিমবঙ্গ বোর্ডের (উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ) দু'জন। পশ্চিমবঙ্গ বোর্ডের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন মেদিনীপুর কলেজিয়েট স্কুলের সাগ্নিক পাত্র। সার্বিকভাবে প্রথম হয়েছেন কলকাতার ডন বসকো স্কুলের পড়ুয়া অনিরুদ্ধ চক্রবর্তী। সেইসঙ্গে জয়েন্ট বোর্ডের তরফে জানানো হয়েছে, পরীক্ষার্থীরা পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিজেদের রেজাল্ট দেখতে পারবেন।
আরও পড়ুন: রাত জেগে পড়ার জন্য বকত বাবা-মা! কোন ‘মন্ত্রে’ দেশের মধ্যে নিট টপার কল্যাণ?
কীভাবে রাজ্য জয়েন্টের র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে হবে?
১) রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট -তে যেতে হবে।
২) হোমপেজেই 'Examinations' ট্যাবে মাউস নিয়ে গেলেই WBJEE দেখতে পাবেন। তাতে ক্লিক করতে হবে।
৩) নতুন পেজ খুলে যাবে। একটু নীচের দিকে নামলেই 'CANDIDATE ACTIVITY BOARD' দেখতে পাবেন। তার নীচেই আছে 'View / Download Rank Card for WBJEE 2025'। সেখানে ক্লিক করতে হবে।
৪) নতুন একটি পেজ খুলে যাবে। অ্যাপ্লিকেশন নম্বর, জন্মতারিখ এবং সিকিউরিটি পিন দিয়ে ‘Sign in’-তে ক্লিক করতে হবে। তাহলেই রাজ্য জয়েন্টের র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবেন।
রাজ্য জয়েন্টের র্যাঙ্ক কার্ড ডাউনলোডের ডিরেক্ট লিঙ্ক -
রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মেধাতালিকা
১) প্রথম হয়েছেন অনিরুদ্ধ চক্রবর্তী, ডন বসকো স্কুল (পার্ক সার্কাস, কলকাতা), আইএসসি বোর্ড।
২) দ্বিতীয় হয়েছেন সাম্যজ্যোতি বিশ্বাস, সেন্ট্রাল মডেল স্কুল (নদিয়ার কল্যাণী), সিবিএসই।
৩) তৃতীয় হয়েছেন দিশান্ত বসু, দিল্লি পাবলিক স্কুল (রুবি পার্ক, কলকাতা), সিবিএসই।
৪) চতুর্থ হয়েছেন অরিত্র রায়, দিল্লি পাবলিক স্কুল (রুবি পার্ক, কলকাতা), সিবিএসই।
৫) তৃষণজিৎ দলুই, পূর্ব ইন্টারন্যাশনাল স্কুল (দুর্গাপুর), সিবিএসই।
আরও পড়ুন: পড়াশোনার জন্য বিশ্বের সেরা শহর কোনটা? তালিকায় ভারতের ৪, সবথেকে খরচ কম কলকাতায়?
৬) সাগ্নিক পাত্র, মেদিনীপুর কলেজিয়েট স্কুল (মেদিনীপুর), উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
৭) সম্বিত মুখোপাধ্যায়, বর্ধমান মডেল স্কুল (পূর্ব বর্ধমান), সিবিএসই।
৮) অর্চিস্মান নন্দী, ডিএভি মডেল স্কুল (খড়্গপুর), সিবিএসই।
৯) প্রতীক ধানুকা, দিল্লি পাবলিক স্কুল (রাজারহাট, কলকাতা), সিবিএসই।
১০) অর্ক বন্দ্যোপাধ্যায়, বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুল (পূর্ব বর্ধমান), উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।