
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
আগামিকাল (রবিবার) রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। আর সেজন্য হাওড়া ডিভিশনে বাড়তি ১২টি লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। রবিবার হওয়ায় যে ট্রেনগুলি বাতিল থাকে, সেগুলির মধ্যে ১২টি লোকাল ট্রেন চালানো হবে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ভোর ৫ টা ৪৫ মিনিট থেকে সকাল ৮ টা ৪০ মিনিটের মধ্যে কয়েকটি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিকেল ৪ টে ২৫ মিনিট থেকে সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটের মধ্যে স্পেশাল লোকাল ট্রেন চালানো হবে। সেইসঙ্গে জয়েন্টের জন্য বিশেষ মেট্রোও চালানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।
১) ৩৬০৮১ হাওড়া-মসাগ্রাম লোকাল ট্রেন: ভোর ৫ টা ৪৫ মিনিটে ছাড়বে।
২) ৩৭২১৭ হাওড়া-ব্যান্ডেল লোকাল ট্রেন: সকাল ৭ টা ৫ মিনিটে ছাড়বে।
৩) ৩৭০৪১ হাওড়া-শেওড়াফুলি লোকাল ট্রেন: সকাল ৭ টা ৩০ মিনিটে ছাড়বে।
৪) ৩৭০১১ হাওড়া-শ্রীরামপুর লোকাল ট্রেন: সকাল ৭ টা ৪৫ মিনিটে ছাড়বে।
৫) ৩৭০৬১ হাওড়া-শেওড়াফুলি লোকাল ট্রেন: বিকেল ৫ টায় ছাড়বে।
৬) ৩৭৫১১ বালি-ব্যান্ডেল লোকাল ট্রেন: বিকেল ৫ টা ৫২ মিনিটে ছাড়বে।
১) ৩৬০৮২ মসাগ্রাম-হাওড়া লোকাল ট্রেন: সকাল ৮ টা ৬ মিনিটে ছাড়বে।
২) ৩৭২৩০ ব্যান্ডেল-হাওড়া লোকাল ট্রেন: সকাল ৮ টা ২৮ মিনিটে ছাড়বে।
৩) ৩৭০৪২ শেওড়াফুলি-হাওড়া লোকাল ট্রেন: সকাল ৮ টা ২০ মিনিটে ছাড়বে।
৪) ৩৭০১২ শ্রীরামপুর-হাওড়া লোকাল ট্রেন: সকাল ৮ টা ৪০ মিনিটে ছাড়বে।
৫) ৩৭০৬২ শেওড়াফুলি-হাওড়া লোকাল ট্রেন: সন্ধ্যা ৬ টা ১৩ মিনিটে ছাড়বে।
৬) ৩৭৫১২ ব্যান্ডেল-বালি লোকাল ট্রেন: বিকেল ৪ টে ২৫ মিনিটে ছাড়বে।
সাধারণত রবিবার সকাল ৯ টা থেকে কলকাতা মেট্রোর নর্থ-সাউথ করিডরে (ব্লু লাইন) পরিষেবা শুরু হয়। জয়েন্টের জন্য ২৮ এপ্রিল সকাল ৮ টা ৩০ মিনিট থেকে মেট্রো পরিষেবা শুরু হবে। তার ফলে ১৩০টি মেট্রোর পরিবর্তে ১৪০টি মেট্রো চলবে এই রবিবার।
১) কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর: সকাল ৮ টা ৩০ মিনিট (সকাল ৯ টার পরিবর্তে)।
২) দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ: সকাল ৮ টা ৩০ মিনিট (সকাল ৯ টার পরিবর্তে)।
৩) দমদম থেকে কবি সুভাষ: সকাল ৮ টা ৩০ মিনিট (সকাল ৯ টার পরিবর্তে)।
৪) দমদম থেকে দক্ষিণেশ্বর: সকাল ৮ টা ৩০ মিনিট (সকাল ৯ টার পরিবর্তে)।
১) কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর: রাত ৯ টা ২৭ মিনিট।
২) দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ: রাত ৯ টা ২৮ মিনিট।
৩) দমদম থেকে কবি সুভাষ: রাত ৯ টা ৪০ মিনিট।
৪) দমদম থেকে দক্ষিণেশ্বর: রাত ৯ টা ৪০ মিনিট।
আরও পড়ুন: JEE Main 2024: জয়েন্টে ১০০ পেয়েও রেহাই নেই, জানুয়ারির রেজাল্ট দেখিয়ে খোঁটা দিচ্ছেন নেটিজেনরা
6.88% Weekly Cashback on 2025 IPL Sports