পশ্চিম মেদিনীপুরের খেমাশুলি স্টেশনে কুড়মি অবরোধ উঠে যাওয়ার পর ইতিমধ্যে কয়েকটি ট্রেন চালু করা হয়েছে। লাগাতার কয়েকদিন অসংখ্য ট্রেন বাতিল থাকার পর দ্রুত রেল পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে বলে দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে।
কুড়মিদের অবরোধ উঠে যাওয়ায় চালু হচ্ছে রেল পরিষেবা। (ছবিটি প্রতীকী)
প্রায় ১১২ ঘণ্টা পর অবরোধ উঠল পশ্চিম মেদিনীপুরের খেমাশুলি স্টেশনে। সেই পরিস্থিতিতে ইতিমধ্যে কয়েকটি ট্রেন চালু করা হয়েছে। লাগাতার কয়েকদিন অসংখ্য ট্রেন বাতিল থাকার পর দ্রুত রেল পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে বলে দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে। তবে তারইমধ্যে সোমবার নবান্নের বৈঠকে যাচ্ছেন না বলে জানিয়েছেন কুড়মি সমাজের প্রতিনিধিরা।
কোন কোন ট্রেনের পরিষেবা শুরু করা হচ্ছে (কবে থেকে)?
১৩২৮৭ দুর্গ-রাজেন্দ্রনগর এক্সপ্রেস: ১০ এপ্রিল।
১২৮২৮ পুরুলিয়া-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস: ১০ এপ্রিল।
১২৮২৭ হাওড়া-পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস: ১০ এপ্রিল।
১৮১১৬ চক্রধরপুর-গোমো এক্সপ্রেস: ১০ এপ্রিল।
১৮১১৫ গোমো-চক্রধরপুর এক্সপ্রেস: ১০ এপ্রিল।
১৮১৮৩ টাটানগর-দানাপুর এক্সপ্রেস: ১০ এপ্রিল।
১২৯৫০ সাঁতরাগাছি-পোরবন্দর এক্সপ্রেস: ১০ এপ্রিল।
১২৮৮৩ সাঁতরাগাছি-পুরুলিয়া রূপসী বাংলা এক্সপ্রেস: ১০ এপ্রিল।
১২৮৮৪ পুরুলিয়া-হাওড়া রূপসী বাংলা এক্সপ্রেস: ১০ এপ্রিল।
কুড়মি সম্প্রদায়ের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি কমলেশ মাহাতো জানিয়েছেন, পুরুলিয়ায় নেতাদের সঙ্গে বৈঠক হয়েছে। সেই বৈঠকেই রেল অবরোধ তুলে নেওয়া হয়েছে। তবে সোমবার নবান্নে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর বৈঠকে হাজির হচ্ছেন না বলে জানিয়েছেন তিনি। কমলেশের দাবি, রাজ্য সরকার কী পদক্ষেপ করে, তার ভিত্তিতে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করবে কুড়মি সম্প্রদায়।