নবীন-প্রবীণ বিতর্কের মধ্যে আসল ও নকল তৃণমূলের কথা বললেন সায়নী
1 মিনিটে পড়ুন Updated: 04 Jan 2024, 11:33 AM ISTMD Aslam Hossain
বুধবার বকেয়া আদায়ের দাবিতে বর্ধমানের কার্জন গেটের সামনে বিক্ষোভ মিছিল করে তৃণমূল কংগ্রেস। তার নেতৃত্ব দিয়েছিলেন সায়নী ঘোষ। সেই সভা থেকেই তিনি দলীয় নেতা কর্মীদের বকেয়া আদায়ের ডাক দেন। সেখানে তিনি মন্তব্য করেন, তৃণমূলের মধ্যে কোনও নবীন প্রবীণ দ্বন্দ্ব নেই।
সায়নী ঘোষ। ফাইল ছবি
লোকসভা ভোটের আগে তৃণমূলের অন্দরে প্রকট হয়েছে নবীন প্রবীণ দ্বন্দ্ব। গত কয়েকদিন ধরে এ নিয়ে তৃণমূলের বিভিন্ন নেতাদের মুখে বিস্ফোরক মন্তব্য শোনা যাচ্ছে। তা নিয়ে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে রয়েছে তৃণমূল কংগ্রেস। এ নিয়ে নানাভাবে পরিস্থিতি আয়ত্তে চেষ্টা করছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। কিন্তু, তা সত্ত্বেও তৃণমূলের মধ্যে নবীন প্রবীণ বিতর্ক অব্যাহত রয়েছে। এই অবস্থায় তৃণমলের কোনও নবীন প্রবীণ দ্বন্দ্ব নেই বলেই বার্তা দিলেন তৃণমূলের রাজ্য যুব সভানেত্রী সায়নী ঘোষ। তাঁর মতে, দলের মধ্যে রয়েছে আসল তৃণমূল এবং নকল তৃণমূল।
বুধবার বকেয়া আদায়ের দাবিতে বর্ধমানের কার্জন গেটের সামনে বিক্ষোভ মিছিল করে তৃণমূল কংগ্রেস। তার নেতৃত্ব দিয়েছিলেন সায়নী ঘোষ। সেই সভা থেকেই তিনি দলীয় নেতা কর্মীদের বকেয়া আদায়ের ডাক দেন। সেখানে তিনি মন্তব্য করেন, তৃণমূলের মধ্যে কোনও নবীন প্রবীণ দ্বন্দ্ব নেই। তৃণমূলের মধ্যে যে পার্থক্যটা রয়েছে সেটি হল আসল এবং নকল তৃণমূল। কারা আসল তৃণমূল এবং কারা নকল তৃণমূল তা সকলেই জানে। এখানে থেমে না থেকে সায়নী ঘোষ বলেন, নকল তৃণমূলদের খুঁজে দিলে তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে। এর পাশাপাশি এদিনের সভায় তিনি লোকসভা নির্বাচনে চোখে চোখ রেখে লড়াই করার বার্তা দেন। তিনি বলেন, দলের যুবরা চোখে চোখ রেখে লড়াই করবে। আর দলের প্রবীণরা দূরে বসে তা দেখবেন। তারা নির্দেশ দেবেন। লোকসভার সবকটা আসনই তৃণমূলের কাছে থাকবে বলে তিনি দাবি করেছেন।