কে বড় চোর, এই নিয়ে বিবাদ বাঁধল তৃণমূল বিজেপির। গেরুয়া শিবিরের পালটা অভিযানে নেমে বিজেপি পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধে ত্রাণে দুর্নীতির অভিযোগ তুলে ধরলেন পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী তথা উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। বুধবার বিজেপি নেতাদের দীর্ঘ তালিকা তুলে ধরেন তিনি। বলেন, কেউ যদি ভাবে তৃণমূল একা দুর্নীতি করেছে তাহলে ভুল হবে। বিজেপিও কম যায় না। কিন্তু আমাদের দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে পদক্ষেপ করার ক্ষমতা আছে। আমরা দলের নেতা-কর্মীদের শাস্তি দিচ্ছি। ক্ষমতা থাকলে বিজেপি শাস্তি দিয়ে দেখাক। এর পর উত্তর ২৪ পরগনার বনগাঁ মহকুমার একগুচ্ছ বিজেপি পঞ্চায়েত সদস্যের নাম করে দুর্নীতির অভিযোগ করেন তিনি। বলেন, বাগদা বিধানসভা এলাকার কালিয়ারা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপির পঞ্চায়েত সদস্য জিতু বিশ্বাস ৭টি ক্ষতিপূরণ নিয়েছে, উপপ্রধান কিশোর বিশ্বাস ২টি ক্ষতিপূরণ নিয়েছে, ক্রিস্টি বিশ্বাস ৪টে ক্ষতিপূরণ নিয়েছে। এ ছাড়াও বিজেপির একাধিক পঞ্চায়েত সদস্যের নামে অভিযোগ করেন তিনি। জ্যোতিপ্রিয়বাবুকে পালটা আক্রমণ করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘রেশনের চাল সব থেকে বেশি চুরির অভিযোগ জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে। তৃণমূল অত দুর্নীতিবিরোধী হলে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করে দেখাক।’