জলপাইগুড়ির মালবাজারের পর এবার প্রতিমা বিসর্জন দিতে গিয়ে মুর্শিদাবাদে মৃত্যু হল তিনজনের। যার মধ্যে সামশেরগঞ্জে একজনের মৃত্যু হয়েছে এবং ২ জনের মৃত্যু হয়েছে বহরমপুর থানার সাটুইয়ে। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, মৃতরা মদ্যপ অবস্থায় ছিল। এই ঘটনায় বিসর্জনের দিনে শোকে ছায়া নেমে এসেছে পরিবারে।
মালবাজারে ঠাকুর বিসর্জনের সময় হড়পা বান, সাত জনের মৃত্যু, নিখোঁজ বহু শিশু-মহিলা
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথম ঘটনাটি ঘটে সামশেরগঞ্জের ধুলিয়ান কাঞ্চনতলা গঙ্গাঘাটে। প্রতিমা বিসর্জনের সময় আচমকা নৌকো থেকে পা পিছলে ভাগীরথী নদীতে পড়ে যায় এক যুবক। এরপরে নদীর স্রোতে ভেসে যায় ওই যুবক। দীর্ঘক্ষণ পর তার মৃতদেহ উদ্ধার হয়। ওই যুবক মদ্যপ অবস্থায় ছিল বলে জানা গিয়েছে। মৃত যুবকের নাম অমিত সিংহ। পুলিশ জানিয়েছে, তার বাড়ি ধুলিয়ান পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের রায়গঞ্জে। দীর্ঘক্ষণ পর তাকে নদী থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
অন্যদিকে, দ্বিতীয় ঘটনাটি ঘটেছে বহরমপুরের সাটুইয়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক্ষেত্রেও প্রতিমা বিসর্জনের সময় তিনজন নৌকা থেকে পড়ে যায়। একজনকে উদ্ধার করা সম্ভব হলেও বাকি দুজনকে উদ্ধার করা সম্ভব হয়নি। ভাগীরথী নদীতে প্রচণ্ড স্রোত থাকায় তারা দুজনে ভেসে যায়। অনেকক্ষণ পর তাদের দেহ উদ্ধার হয়। ঘটনায় মৃতদের বাড়িতে শোকে ছায়া নেমে এসেছে।