হুগলির গুপ্তিপাড়ায় ঠাকুরদার বাড়ির শৌচালয় থেকে উদ্ধার হল শিশুর দেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। নিহত শিশুর নাম স্বর্ণাভ সাহা (৫)। ঘটনায় ঠাকুরদা, ঠাকুমাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। কেন শিশুটিকে খুন করা হল তা খতিয়ে দেখছেন বলাগড় থানার আধিকারিকরা।
আরও পড়ুন - ছ'টাতেই হারব, আগেই জানতাম, উপ নির্বাচনের ভরাডুবির পরে মুখ খুলেই বললেন দিলীপ ঘোষ
পড়তে থাকুন - ‘কলকাতায় বসে সিদ্ধান্ত নিলে এরকমই হবে, BJPর এই নেতৃত্ব মানুষকে মানুষ ভাবে না’
পরিবার সূত্রে জানা গিয়েছে, স্বর্ণাভর ঠাকুরদার সঙ্গে বাবার সম্পত্তি নিয়ে বিবাদ চলছিল। শনিবার বিকেলে ঠাকুমার বাড়ি যাচ্ছি বলে বাড়ি থেকে বেরোয় শিশুটি। পাশেই থাকেন ঠাকুরদা, ঠাকুমা। কিন্তু সন্ধ্যা নামলেও ছেলে বাড়ি না ফেরায় শুরু হয় খোঁজাখুঁজি। খবর দেওয়া হয় বলাগড় থানায়। সেখান থেকে পুলিশকর্মীরা এসে রাতে UAV উড়িয়ে বিভিন্ন ফাঁকা জায়গা ও জলাশয়ে খোঁজ করেন। এর পর সেখানে আনা হয় পুলিশ কুকুর। পুলিশ কুকুরও বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করে। তবে শিশুটির সন্ধান পাওয়া যায়নি।
নিহতের মাসি জানান, সকালে শিশুটির ঠাকুরদা শৌচালয়ে ঢোকার সময় ভিতরে শিশুটিকে পড়ে থাকতে দেখেন। নিজের নাতিকে দেখে তিনি বলে ওঠেন, ‘এ বাচ্চা কার?’
আরও পড়ুন - ‘ডোন্ট গেট ওয়ারিড’, উপ নির্বাচনে ভরাডুবিকে গুরুত্ব দিতে নারাজ শুভেন্দু
এর পর পুলিশ পৌঁছে দেহ স্থানীয় হাসপাতালে নিয়ে যায় সেখানে শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এর পর পুলিশ স্বর্ণাভর ঠাকুমা, ঠাকুরদা ও এক জ্যেঠিমাকে আটক করে থানায় নিয়ে যায়।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পারিবারিক বিবাদের জেরেই খুন করা হয়েছে ছোট্ট শিশুটিকে। কে বা কারা কী ভাবে শিশুটিকে খুন করল তা জানতে ধৃতদের জেরা করছে পুলিশ। এই ঘটনায় এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। দোষীদের কড়া শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী।