রাজ্যে রাম নবমীর মিছিলে একের পর এক হামলার ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেনজির আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার চন্দ্রকোণায় বিজেপির কৃষক সম্মেলনে বক্তব্য রাখার সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে দাঙ্গাবাজ বলেন তিনি। সঙ্গে দাবি করেন, ভোটব্যাঙ্ক হাতছাড়া হওয়া রুখতে এই পদক্ষেপ করেছেন মমতা।এদিন শুভেন্দুূবাবু বলেন, ‘উত্তর প্রদেশে ৮৫টা জেলায় ২,০০০টা রাম নবমীর মিছিল হয়েছে। যোগীজির জায়গায় একটা ঘটনা ঘটেনি। গুজরাতে একটা ঘটনা ঘটেনি। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রেড রোডে দাঁড়িয়ে বলছে, দাঙ্গা লাগলে সাবধানে থাকবেন। হাওড়ায় ঘটনা ঘটল, কারা ঘটাল’?শুভেন্দুর দাবি, ‘তৃণমূলের পাশ থেকে মুসলিম ভোট সরে যাচ্ছে। বগটুই, আনিস খান, সাগরদিঘি উপ-নির্বাচন। মুসলিমরা বুঝেছে মমতা বন্দ্যোপাধ্যায় NRC-র নাম করে তাদের ব্যবহার করেছেন। কাজ দেয়নি। এই যোগীর রাজ্যে মারা গিয়েছেন ৭ জন সংখ্যালঘু ভাই। এরা সব দেশ ছেড়ে পরিযায়ী শ্রমিক। তৃণমূলের নিজের ভোটব্যাঙ্ককে বাঁচানোর জন্য হাওড়ার শিবপুরের নিজেদের দলের ওয়ার্ড সভাপতি সামিম আহমেদ, তিনি দাঙ্গা লাগালেন। আর এরাজ্যের মুখ্যমন্ত্রীর ভাষা দেখুন। বলছে, হিন্দুরা দাঙ্গাবাজ। বলছে, হিন্দুদের মিছিল মুসলিম এলাকায় যাবে কেন? কোনও ধর্মগুরু বলেননি। কোনও সম্প্রদায়ের নেতা বলেননি। বাংলার মুখ্যমন্ত্রী বলছেন, মুসলিম এলাকায় হিন্দুদের কোনও মিছিল যাবে না’।রিষড়ায় রাম নবমীর মিছিলে হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘গতকাল রিষড়াতে কারা করেছে? তৃণমূলের ভাইস চেয়ারম্যান জাভেদ খান, জিয়া খান, আর তৃণমূল নেতা সাকির আলি। এদের হাত থেকে ভোটব্যাঙ্ক বেরিয়ে যাওয়া ঠেকাতে এরা করেছে। তাই দাঙ্গাবাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে আমাদের দূরে থাকতে হবে। আজকে খেজুরির সভায় ছোট ছোট বাচ্চাদের বসিয়ে রেখে বলছে, হনুমান জয়ন্তীতেও দাঙ্গা হবে। এ কোন মুখ্যমন্ত্রী’?