আবার আক্রান্ত পুলিশ। তবে এবার আক্রান্ত হয়েছে কলকাতা পুলিশ। কারণ ঘটনাস্থল ভাঙড়ের পোলেরহাট। সেখানে জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে ব্যাপক গোলমালের ঘটনা ঘটে। তখন খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছতেই ব্যাপক মারধর করা হল পুলিশকে। সুশান্ত ঘোষ নামে এক কনস্টেবলকে রাস্তায় ফেলে চড়, কিল, ঘুসি মারা হয়েছে বলে অভিযোগ উঠল। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ভাঙড়ের পোলেরহাট থানা এলাকার নাটাপুকুর এলাকায়। আগে মালদা, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় পুলিশ আক্রান্ত হয়েছিল। এবার আক্রমণ নেমে এল ভাঙড়ে।
ভাঙড়ের দায়িত্বে এখন কলকাতা পুলিশ। তাদের উপরই আক্রমণ নেমে এসেছে বলে খবর। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। তাতেই উত্তেজনা চরমে পৌঁছয়। পুলিশ সূত্রে খবর, নাটাপুকুরে জমি নিয়ে এলাকাতেই কয়েকজনের মধ্যে ঝামেলা হয়। বচসা চরমে উঠলে ঘটনাস্থলে যায় পোলেরহাট থানার টিম। উত্তপ্ত পরিস্থিতি শান্ত করতেই এক যুবক কর্তব্যরত পুলিশ কনস্টেবলের উপর আক্রমণ করেন বলে অভিযোগ। ধাক্কা থেকে শুরু করে কিল–ঘুসিও মারা হয় বলে অভিযোগ। পাল্টা পুলিশ যুবককে আটক করলে আরও উত্তেজনা ছড়ায়। গ্রামের সাধারণ মানুষ পুলিশের গাড়ি ধরে বিক্ষোভ দেখাতে থাকেন এবং ভাঙচুর হুশিয়ারি দেওয়া হয়।
আরও পড়ুন: নারকেলডাঙা মেইন রোডে প্যাকিং বাক্সের গুদামে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন
স্থানীয় সূত্রের খবর, ভাঙড়ের পোলেরহাটের নাটাপুকুরে এই সংঘর্ষে জড়ায় রসিদ মোল্লা, নাসিরুদ্দিন মোল্লা, জাহাঙ্গির মোল্লারা। পুলিশ দুই অভিযুক্তকে আটক করেছে। তাদের গাড়িতে তোলার সময়ই গ্রামবাসীদের কয়েকজন পুলিশের উপর হামলা চালায় বলে অভিযোগ। মাটিতে ফেলে কিল, চড়, ঘুসি মারা হয় কলকাতা পুলিশের ওই কনস্টেবলকে। আর তখন এক অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে যায় গ্রামবাসীরা বলে অভিযোগ। পুলিশকে মারধরের ঘটনায় দু'জনকে আটক করা হয়েছে। এই ঘটনাকে ঘিরে এলাকায় রীতিমতো উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে।