দুই উপনির্বাচনে হারের পর ফের রাজ্য বিজেপিতে শুরু হয়েছে দ্রোহ। রবিবারই দলের পদ ছেড়েছেন মুর্শিদাবাদ ও বহরমপুরের বিধায়কসহ অন্তত ১২ জন। সোমবার সকালে শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়া নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়। তবে কি দল যে ভাবে চলছে তাতে অসন্তুষ্ট শংকর ঘোষ? বেলা বাড়তে সমস্ত জল্পনায় জল ঢেলেছেন শংকর ঘোষ নিজেই।গত বিধানসভা নির্বাচনের মুখে সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন শংকরবাবু। বিধানসভা নির্বাচনে গুরু অশোক ভট্টাচার্যকে হারিয়ে শিলিগুড়ি থেকে জয় ছিনিয়ে আনেন তিনি। কিন্তু পুরনির্বাচনে ফল আশানুরূপ হয়নি। ওদিকে বিধানসভার গত অধিবেশনে বিক্ষোভ দেখিয়ে সাসপেন্ড হন শংকরবাবু।এদিন শংকর ঘোষ জানান, ‘এটা একটা কোনও খবর না কি? আমাদের দলে রোজ ওরকম কত গ্রপ তৈরি হয়। যার জন্য অনেক সময় দরকারি তথ্য চোখে পড়ে না। যে গ্রুপ ছেড়েছি সেটি গত বিধানসভা নির্বাচনের আগে প্রাক্তন রাজ্য সভাপতির জমানায় ভোট পরিচালনার জন্য তৈরি করা। ভোট মিটে গিয়েছে। সেই গ্রুপে আর কোনও কথাবার্তাও হয় না। এরকম ইনঅ্যাক্টিভ গ্রুপ ছাড়ার মধ্যে বিতর্কের কী আছে?’