বাংলা নিউজ > বাংলার মুখ > ‘মিডিয়া ভ্যালু’র বিচারে জ্যোতি বসু এবং মমতার পরেই আসবেন দিলীপ, দল বদলে নিজের ‘মূল্য’ কমাতে চাইবেন না তিনি

‘মিডিয়া ভ্যালু’র বিচারে জ্যোতি বসু এবং মমতার পরেই আসবেন দিলীপ, দল বদলে নিজের ‘মূল্য’ কমাতে চাইবেন না তিনি

‘মিডিয়া ভ্যালু’র বিচারে জ্যোতি বসু এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই আসবেন দিলীপ ঘোষ

Opinion Piece: দল বদলে ‘মিডিয়া ভ্যালু’ কমাতে চাইবেন কি দিলীপ ঘোষ? যে ‘মিডিয়া ভ্যালু’ তাঁকে রাজ্য রাজনীতিতে এত গুরুত্বপূর্ণ করে তুলেছে, তাকে জলাঞ্জলি দেওয়ার মতো ভুল তিনি করবেন না।

  • দেবক বন্দ্যোপাধ্যায়

সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক

মিডিয়া ভ্যালু। সংবাদ মাধ্যমের পরিচিত শব্দ। এর মানে কী? সোজা কথায় বিনা খরচে খবরের কাগজের পাতা বা নিউজ চ্যানেলের হুইল জুড়ে থাকার মানে হল মিডিয়া ভ্যালু। বিনা খরচ? মানে বিজ্ঞাপনের জন্য টাকা গুণতে হল না। এমনকী পাবলিক রিলেশনসের জন্যও চার আনা খরচ হল না। তাহলে কি সংবাদ মাধ্যম যখন যাঁকে পাতা জুড়ে বা চ্যানেল জুড়ে দেখায় তাঁকে এমনি এমনি দেখায়? না। কখনও নয়। সেই ব্যক্তি বা সেই ইস্যু বা সেই ঘটনা তার সারকুলেশন বা টিআরপি বাড়ায় বলেই দেখায়। সারকুলেশন বা টিআরপি কেন বাড়ায়? কারণ ‘পাবলিক’ পড়তে চায়, দেখতে ও শুনতে চায়। সব মিলিয়ে মিডিয়া ভ্যালু হল সেই ‘ভ্যালু’ যা সরাসরি না হলেও ঘুরপথে মিডিয়া পেয়ে যায়।

(কাট টু বাংলার রাজনীতি)

বাংলার শেষ কয়েক দশকের রাজনীতিতে এ হেন মিডিয়া ভ্যালু উপভোগ করেছেন দু'জন। এক, জ্যোতি বসু; দুই, মমতা বন্দ্যোপাধ্যায়। বসুর আমলে নিউজ চ্যানেলের এত বাড়বাড়ন্ত হয়নি। তাঁকে নিয়ে খবর মানে খবরের কাগজকেই বোঝাত। মমতা বন্দ্যোপাধ্যায় প্রিন্ট মিডিয়া যেমন পেয়েছেন, তেমনই পেয়েছেন বৈদ্যুতিন সংবাদ মাধ্যম। হালের ডিজিটাল মাধ্যমটিও পরখ করছেন তিনি।

এই দুই রাজনীতিকের থেকে রাজনৈতিক অভিজ্ঞতায় শত হস্তে দূরে দিলীপ ঘোষ। একবার বিধায়ক হয়েছেন, একবার সাংসদ ও একবার তাঁর দলের রাজ্য সভাপতি। এই দিক থেকে দেখলে বসু ও মমতার মতো জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ রাজনৈতিক উচ্চতার সঙ্গে তাঁর কোনও তুলনাই চলে না। তবু শুধুমাত্র মিডিয়া ভ্যালুর প্রশ্নে দুই মহারথীর সঙ্গে এক সারিতে দাঁড়িয়ে পড়েছেন দিলীপ ঘোষ।

তিনি হিন্দুত্বের প্রচারকের পরিমণ্ডল থেকে যে ধরনের পোড় খাওয়া পেশাদার রাজনীতিকদের বৃত্তে এসে পড়েছিলেন, তাতে রীতিমত ভ্যাবাচ্যাকা খাওয়ার কথা ছিল তাঁর। তা হয়নি। উল্টে অনুব্রতদের মতো নেতাদের চড়াম চড়াম কথাবার্তার পাল্টা মানানসই শব্দ দিলীপের মুখের ভাষা হয়ে ওঠে। মলাটহীন স্পষ্ট। তাঁর চোখের চাহনি, শরীরী ভাষা এবং মুখের কথা কেউ কেউ পছন্দ করে ফেলেন, কেউ করেন না। কিন্তু তাঁকে অস্বীকার করতে পারেন না কেউই। গ্রামে গ্রামে দিলীপ ঘোষের জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে দ্রুত। তৃণমূল বিরোধী মানুষ, শাসক দলের কোনও কোনও নেতার দমন পীড়নে সহ্যের শেষ সীমায় দাঁড়ানো মানুষ সহসা ভরসা পেয়ে যায়। আর ঠিক তখনই পশ্চিমবঙ্গের বুকে নতুন এক নেতার জন্ম হয়। দিলীপ ঘোষ। বামমনস্ক বাংলায়, মমতা-আবেগী বাংলায় অন্যতম এক রাজনৈতিক চরিত্র হিসেবে উঠে আসেন তিনি।

সাংবাদিকদের যে কোনও প্রশ্নের উত্তর দিতে কালক্ষেপ করেন না। মুকুল রায় সম্পর্কে অন ক্যামেরা বললেন, ‘উনি এখন আমাদের কাস্টডিতে আছেন।’ আবার অতি সম্প্রতি নাম না করে তৃণমূল থেকে বিজেপিতে আসা নেতাদের সম্পর্কে বলেছেন, ‘ওদের আমরা পুষি’। বেপরোয়া, বেলাগাম। এই চরিত্রটির ওপর মিডিয়ার আকর্ষণ দুর্নিবার। রোজ সকালে তাঁর প্রাতঃভ্রমণের সঙ্গী সংবাদ মাধ্যম। নিউজ চ্যানেলের সকালের প্রোডিউসারের চাপ কম। দিলীপ ঘোষের ‘ফিড’ ঢুকে গেলেই নিশ্চিন্ত!

সম্প্রতি বিয়ে করে খবরের দুনিয়ায় ঝড় তুলেছেন। ঘরোয়া বিয়ে। সাংবাদিকদের প্রবেশ নিষেধ। তবু বাংলা সংবাদ মাধ্যমের প্রায় সকলে তাঁর বাড়ির দিকে ক্যামেরা তাক করে বসে রইল!

এরপর তিনি গেলেন দীঘা। সম্ভবত এই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে অন্য কেউ মিডিয়ার আলো কেড়ে নিলেন!

২০২৪-এর পর থেকে কার্যত তিনি কেদারাবিহীন। না সাংসদ না বিধায়ক। না দলের কোনও পদে। চেয়ার ছাড়া সংবাদ মাধ্যমের এতটা আলো কেড়ে নেওয়া নেতা আর কত জন এসেছেন রাজ্য রাজনীতিতে?

একটা কথা দিয়ে শেষ করা যাক। প্রশ্ন উঠছে, দিলীপ ঘোষ কি তৃণমূলে যেতে পারেন? যে কথা দিয়ে এই লেখা শুরু হয়েছিল, সেই কথাতেই ফিরে আসা যাক। মিডিয়া ভ্যালু। যা এত দিন উপভোগ করেছেন দিলীপবাবু। রাজনৈতিক দলবদল হলে কি তাঁর সেই মিডিয়া ভ্যালু থাকবে? অতি বড় নির্বোধও জানে, তার সম্ভাবনা কতটা ক্ষীণ। অজান্তে অথবা সযত্নে লালিত এহেন মিডিয়া ভ্যালু নষ্ট করার মতো আহাম্মক আর যিনিই হন না কেন, দিলীপ ঘোষ নন।

মতামত লেখকের ব্যক্তিগত

(দেবক বন্দ্যোপাধ্যায় ২৯ বছর সাংবাদিকতা করছেন। টাইমস অফ ইন্ডিয়া’য় পেশাগত হাতেখড়ি, তার পরে ‘নিউজ টাইম’, ‘লুক ইস্ট’, ‘নর্থ ইস্ট টেলিভিশন’-সহ আরও বেশ কিছু সংবাদমাধ্যমে দীর্ঘ দিন কাজ করেছেন তিনি। বেশ কিছু সময় সামলেছেন সম্পাদকের দায়িত্বও। বর্তমানে সাংবাদিকতার পাশাপাশি কয়েকটি বেসরকারি সংবাদ মাধ্যমে রাজনীতির বিশ্লেষক।)

বাংলার মুখ খবর

Latest News

DA মামলায় সাফল্য পেয়েছে রাজ্য! শুনানির আগে বড় মন্তব্য সরকারি কর্মীদের নেতার খেলোয়াড়দের জন্য সত্যিই ধনন্তরী এই সাদা পাউডার? জল দিয়ে পান করলেই উপকার অঢেল! বৈশাখ পূর্ণিমায় মঙ্গলের নক্ষত্র পরিবর্তন ৩ রাশির ভাগ্য করবে উজ্জ্বল, আসবে সুসময় ফের সময় রায়না সহ ৫ কন্টেন্ট ক্রিয়েটরকে ডেকে পাঠাল সুপ্রিম কোর্ট! ফের কী ঘটেছে চাকরি চুরির পরে এবার জগন্নাথদেবের নিমকাঠও? পুরীর দয়িতাপতিকে শোকজ! লজ্জার একশেষ! মোহনবাগান এসজি-র ওপর FIFA-র National Transfer Ban! ঘটনাটি কামিন্সের সঙ্গে যুক্ত মুর্শিদাবাদে হিংসা পূর্বপরিকল্পিত, রাজ্যপালের রিপোর্টের সঙ্গে সহমত পোষণ মমতার বলি তারকাদের নাম নিয়ে বাবিলের কান্নাকাটির ভিডিয়ো ঘিরে বিতর্ক! জবাব অনন্যার বিবাহবার্ষিকীর তারিখ বারবার ভুলে যান? রোজের ৫ অভ্যাস কমিয়ে দিচ্ছে ব্রেনের ক্ষমতা চেনাবের এক ফোঁটা জলও আর যাচ্ছে না পাকিস্তানে, খুব খুশি স্থানীয়রা

Latest bengal News in Bangla

মুর্শিদাবাদে হিংসা পূর্বপরিকল্পিত, রাজ্যপালের রিপোর্টের সঙ্গে সহমত পোষণ মমতার 'বিধর্মী নেতা'রা মুর্শিদাবাদে গন্ডগোল পাকাচ্ছে: মমতা বন্দ্যোপাধ্যায় 'মমতা নিমকাঠ চুরি করে জগন্নাথধাম করেছে এই অবস্থা হয়নি' ওড়িশাকে জবাব মমতার মমতা মনে করছেন তাঁর নির্দেশই আইন, রুফটপ রেস্তোরাঁ ভাঙায় স্থগিতাদেশে আক্রমণ BJPর বড় ধাক্কা মমতার, কলকাতায় রুফটপ রেস্তোরাঁ ভাঙায় স্থগিতাদেশ হাইকোর্টের 'জগন্নাথধাম নিয়ে এত হিংসে? …ওড়িশায় বাংলায় কথা বললেই মারছে' দাবি মমতার, তাহলে? ‘‌আর কিছু তথ্য হাতে এলেই সবটা প্রেসের সামনে আনব’‌, বিজেপিকে হুঁশিয়ারি দিলেন মমতা দ্বাদশের বইয়ের প্রচ্ছদে বন্দুকধারীদের ছবি, বিতর্কে বেসরকারি প্রকাশনা সংস্থা ‘‌সবকিছু ধামাচাপা দিয়ে উনি দেখাবেন যে কিছুই হয়নি’‌, মমতার সফরকে খোঁচা দিলীপের 'মেজর পরিচয়ে সেনায় নিয়োগের নামে প্রতারণা', ধৃত গার্ডেনরিচের যুবক, হাতায় ৬ লাখ

IPL 2025 News in Bangla

শ্রেয়সের জাদুকাঠির ছোঁয়ায় বদলে গেছে PBKS! IPL-এ এর আগেও DC, KKR-র ভাগ্য খুলেছেন হয়তো এখনই পন্তের বলা উচিত,পুরান তুমি দায়িত্ব নাও… চাঞ্চল্যকর দাবি অজি প্রাক্তনীর প্রভসিমরনের মধ্যে ধোনির ছায়া খুঁজে পাচ্ছেন হেডেন! ২০১০ সালের কথা মনে পড়ছে অজির IPL-র মাঝেই দুঃসংবাদ! ফের চোটের জন্য ছিটকে গেল SRH ব্যাটার! বদলে দলে এলেন হর্ষ রিয়ান,যশস্বীরা কেউ নতুন নয়,ওরা যথেষ্ট অভিজ্ঞ! KKR-র কাছে RR হারতেই বিস্ফোরক কোচ! KKR-কে প্লে অফের দৌড়ে রেখে IPL-এ বড় নজির নাইট অধিনায়কের! টপকে গেলেন গেইলকে সাবধান নীরজ! চাপে ফেলতে বড় প্রতিযোগীর আগমন হয়েছে… নেটপাড়ায় হাসির খোরাক পন্ত নিজে রান পাচ্ছেন না ২৭ কোটির পন্ত! LSG হারতেই বোলারদের দিকে আঙুল তুললেন অধিনায়ক কতদিন IPL খেলবেন, ইডেনে অভাবনীয় রেকর্ড গড়া রাসেলের পরিকল্পনা ফাঁস করলেন বরুণ LSG- কে হারিয়ে Points Table-এ নিজেরা বড় লাফ দিল,পাশাপাশি KKR-এর সুবিধে করল PBKS

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.