কলকাতায় রুফটপ রেস্তোরাঁ ভাঙার মুখ্যমন্ত্রীর নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আর আদালতের এই নির্দেশ প্রকাশ্যে আসতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেছে বিজেপি। কলকাতা পুরসভার বিজেপি কাউন্সিলর সজল ঘোষের কটাক্ষ, মুখ্যমন্ত্রী নিজেকে আইন বলে ভাবতে শুরু করেছেন। কিন্তু তাঁকে মনে রাখতে হবে দেশে আইনের শাসন রয়েছে।
এদিন সজলবাবু বলেন, ‘রুফটপ রেস্তোরাঁগুলি পুরসভা ও অন্যান্য নিয়ামক সংস্থার সমস্ত লাইসেন্স নিয়ে ব্যবসা করছে। তাদের ফায়ার লাইসেন্সও রয়েছে। আগুনে লাগলে রুফটপ রেস্তোরাঁ যদি বিপজ্জনক হয় তাহলে লাইসেন্স দিয়েছিলেন কেন? শুধু কলকাতা নয়, সারা দেশ, সারা বিশ্বে রুফটপ রেস্তোরাঁ রয়েছে। রুফটপ রেস্তোরাঁর জন্য অগ্নিকাণ্ডের সময় উদ্ধারকাজে সমস্যা হয়েছে এই তথ্য মুখ্যমন্ত্রী পেলেন কোথা থেকে?’
তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী তাঁর নির্দেশকে আইন বলে ভাবতে শুরু করেছেন। কিন্তু দেশের একটা আইন আছে। মুখ্যমন্ত্রীর আইনে দেশ চলে না। সংসদে পাশ হওয়া আইনে দেশ চলে। এটা মনে রাখা উচিত।’
মুখ্যমন্ত্রীর নির্দেশের পর কলকাতা পুরসভার রুফটপ রেস্তোরাঁ ভাঙার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন রেস্তোরাঁ মালিকরা। সোমবার বিচারপতি গৌরাঙ্গ কান্ত রেস্তোরাঁ ভাঙায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন।