শিলিগুড়ির মেয়র গৌতম দেবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করলেন ক্রীড়া বিভাগের মেয়র পারিষদ দিলীপ বর্মন। তাঁর অভিযোগ, ক্রীড়া দফতরের কোনও সিদ্ধান্ত নিতে দেওয়া হয় না তাঁকে। সব সিদ্ধান্ত নেন মেয়র গৌতম দেব নিজে। তাঁকে শুধু সই করার জন্য রাখা হয়েছে। এমনকী অন্যের দুর্নীতির জন্য তিনি ফেঁসে যেতে পারেন বলেও মন্তব্য করেছেন দিলীপবাবু।
সংবাদমাধ্যমকে দিলীপ বর্মন বলেন, ‘কোন প্রকল্পের বাজেট কত হবে সেটা আমাকে জানানো হয় না। ক্রীড়া দফতরের লোকেদের সঙ্গে মেয়র হিসাব করে আমার কাছে পাঠাবে যে সই করে দেও। তাহলে ওখানে আমার থাকার কোনও দরকার আছে? কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনে যে কাজ হচ্ছে তারও কোনও মতামত নেওয়া হয়নি আমার কাছে। শুধু জানানো হয়েছে যে ৮ কোটি টাকার কাজ হয়েছে। কোন ঠিকাদার কাজ করছে। কী কাজ হচ্ছে আমি কিছুই জানি না। আমাকে সম্পূর্ণ অন্ধকারে রেখে কাজ করা হচ্ছে। শেষে আমি রুদ্রনাথ ভট্টাচার্যের মতো হব না কি? শ্মশানঘাটের পয়সা খেল কে? আর ফাঁসল কে? তার পর দেখা গেল ওখানে ৮ কোটি টাকার মধ্যে কিছু ঘাপলা হয়ে গেছে, তখন আমি ফাঁসব না কি? কাঠের পুতুল তো শুধু আমি না। অনেকে ছিল। কেউ বলে না আমি বলি, এটাই পার্থক্য। সই করা ছাড়া কোনও কাজ নেই আমার।’
তাঁর দাবি, ‘আমি সরাসরি কথা বলি, তাই ওদের সমস্যা হচ্ছে। আমি চুরি না করে চোর সাজতে পারব না।’
সূত্রের খবর শুক্রবার শিলিগুড়ি পুরসভার বোর্ড মিটিংয়ে পদত্যাগ পত্র পেশ করতে পারেন দিলীপবাবু। আর তিনি বিদ্রোহ ঘোষণা করতেই বৃহস্পতিবার তড়িঘড়ি তৃণমূল পরিষদীয় দলের বৈঠক ডেকেছেন গৌতম দেব। সাংবাদিকদের প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়ে দিলীপবাবুকে পালটা চ্যালেঞ্জ ছুড়েছেন মেয়র। তিনি বলেন, ‘উনি যে দুর্নীতির অভিযোগ করছেন। ওনার কাছে কোনও কাগজ থাকলে দেখাতে বলুন।’