যাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে লাগে সমীরুদ্দিনের। কে বা কারা কি কারণে গুলি চালিয়েছে তার তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ মুর্শিদাবাদ থানার আজিমসরা এলাকায় আলতাব হোসেনকে লক্ষ্য করে গুলি চালানো হয়।
তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ।
আবার গুলি চলল মুর্শিদাবাদে। এবার এই শুটআউটের ঘটনায় জখম এক যুবক। আর তার জেরে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ল। এই শুটআউটের ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় ডোমকল থানার বাজিতপুর শেখপাড়া এলাকায়। তিনদিন আগেই এখানে শুটআউটের ঘটনা ঘটেছিল। গুলিবিদ্ধ হয়েছিলেন রানিনগর–১ ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আলতাব হোসেন। তাঁকে লক্ষ্য করে মঙ্গলবার সন্ধ্যায় দু’রাউন্ড গুলি চালানো হয়েছিল। শুক্রবার আবার চলল গুলি।
ঠিক কী ঘটেছে ডোমকলে? স্থানীয় সূত্রে খবর, আজ, শুক্রবার সন্ধ্যায় তিন যুবক একটি কালভার্টে বসেছিলেন। তখন হঠাৎই একদল দুষ্কৃতী মোটরবাইকে করে এসে গুলি ছোড়ে। আর তার জেরে আহত হন যুবক সমীরুদ্দিন শেখ। স্থানীয়রা তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে ডোমকল হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে কী কারণে এভাবে গুলি চালানো হল? সমীরুদ্দিনকেই নিশানা করা হয়েছিল কি না সেটা বুঝতে পারছেন না এলাকার বাসিন্দারা।