বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Rath Yatra: সম্প্রীতির বার্তা দিলেন দিস্তার আলি, হিন্দুর বাড়িতে বানাচ্ছেন রথ
পরবর্তী খবর
একটা সময় ছিল যখন পাড়ায় পাড়ায় ছোট ছোট ছেলেমেয়েরা রথ নিয়ে বেড়ত। কিন্তু এখন সেই ছবি দেখাই যায় না। ফেসবুক, হোয়াটসঅ্যাপে আর সোশ্যাল মিডিয়ায় বেশি অভ্যস্ত নতুন প্রজন্ম। এই রকম প্রেক্ষাপটেও বাড়িতেই রথ তৈরি করার ভাবনা মাথায় এসেছে প্রলয়ের। আর যেমন ভাবনা তেমন কাজ। কিন্তু সেই রথ তৈরি করবেন কে? এগিয়ে এলেন পাড়ারই বাসিন্দা দিস্তার আলি। তাঁর হাতের কেরামতিতেই গড়ে উঠছে প্রায় ১০ ফুট উচ্চতার রথ।