সাত বছর আগে রানাঘাটে একাকী বৃদ্ধাকে গণধর্ষণ করে নির্মমভাবে খুন করা হয়েছিল। সেই ঘটনায় আগেই দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছিল আদালত। শনিবার তাদের সাজা ঘোষণা করা হয়েছে। দুজনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় খুন এবং ৩৭৬ডি ধারায় গণধর্ষণের অভিযোগে এই দুইজনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন রানাঘাট আদালতের অতিরিক্ত জেলা জজ সৌমেন গুপ্ত।
আরও পড়ুন: বাড়িতে ঢুকে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, প্রতিবেশী যুবকের ঘটনায় কীর্ণাহারে আলোড়ন
যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি দুজনের ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে অতিরিক্ত ৬ মাসের কারাবাসের নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি আইনজীবী মিলন কুমার সরকার, জানান এই ঘটনায় একাধিক সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে খুন এবং গণধর্ষণের মামলা রুজু হয়েছিল।
মামলার বয়ান অনুযায়ী, ঘটনাটি ঘটেছিল ২০১৮ সালের ১৮ মে। ৬৫ বছরের ওই বৃদ্ধা একমাত্র মেয়ে বিবাহিতা। ফলে রানাঘাট স্টেশন সংলগ্ন এলাকায় তিনি বাড়িতে একাই থাকতেন। যদিও মেয়ের শ্বশুরবাড়ি তাঁর বাড়ি থেকে কিছুটা দূরে অবস্থিত। তবে একা থাকার সুযোগ নিয়ে এই অপরাধ করে দুজন। জানা যায়, রাতে বৃদ্ধা দরজা খুলতেই শুভঙ্কর শিকদার এবং তনু সরকার নামে দুজন ঘরের ভিতর ঢুকে পড়ে। এরপরেই তাঁকে গণধর্ষণ করে নৃশংসভাবে হত্যা করে।