নিউ জলপাইগুড়ি স্টেশনে ৭ রোহিঙ্গাকে গ্রেফতার করল রেল পুলিশ। ধৃতদের মধ্যে একজন পুরুষ ও ৬ জন মহিলা। ধৃতদের কাছ থেকে বেশ কিছু নথি উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।রেল পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার অসমের কুমারঘাট থেকে কাঞ্চনজঙ্গা এক্সপ্রেসে ওঠেন ওই ৭ জন রোহিঙ্গা। নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে সেখান থেকে সম্পর্ককান্তি এক্সপ্রেসে করে দিল্লি যাওয়ার পরিকল্পনা ছিল তাঁদের। বুধবার সকালে নির্দিষ্ট সময়ে নিউ জলপাইগুড়ি পৌঁছায় তাঁরা। সেখানেই সম্পর্ককান্তি এক্সপ্রেসে দিল্লি যাওয়ার অপেক্ষা করছিলেন তাঁরা্। সন্দেহজনকভাবে স্টেশনে ঘোরাফেরা করতে দেখায় সন্দেহ হয় রেল পুলিশের। স্বেচ্ছাসেবী সংস্থা চাইল্ডলাইনের সহযোগিতায় জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।জিজ্ঞাসাবাদে ধৃত মহিলারা জানায়, বাংলাদেশ থেকে তাঁদের দিল্লি যাওয়ার উদ্দেশ্য রয়েছে। তাদের এই কাজে এজেন্ট হয়ে কাজ করছে মহম্মদ জুবের। মহম্মদ জুবেরকেও পুলিশ গ্রেফতার করেছে।ঘটনার তদন্ত শুরু করেছে জিআরপিএফ, আরপিএফ সহ রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। দিল্লি যাওয়াই তাঁদের উদ্দেশ্য ছিল কিনা, নাকি তাঁদের এদেশে আসার পিছনে অন্য কারণ রয়েছে, পুলিশ তা খতিয়ে দেখছে। উল্লেখ্য, মায়ানমার থেকে অনেক রোহিঙ্গাই বাংলাদেশে আশ্রয় নিয়েছিল। তবে তাঁদের আশ্রয় দেওয়া নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। মায়ানমার সরকার রোহিঙ্গাদের সেই দেশে ফেরানোর ব্যাপারে আগ্রহ দেখায়নি। সেইসঙ্গে বাংলাদেশ সরকারও তাদের দেশে রোহিঙ্গাদের রাখতে চায় না। ফলে রোহিঙ্গাদের ভবিষ্যতই এখন প্রশ্নচিহ্নের মুখে।