বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের একেবারে বাড়ির কাছ থেকে উদ্ধার হল প্রায় ৪৫ টি তাজা বোমা। সাংসদের বাড়ির ১০০ মিটারের মধ্যে একটি পরিত্যক্ত বাড়ি থেকে এই বোমাগুলি উদ্ধার হয়েছে। সেইসঙ্গে পাওয়া গিয়েছে দুটি রিভলবার। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির সাংসদের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাকে খুন করার জন্য এই বোমা এবং রিভলবার রেখেছিল। যদিও এই অভিযোগকে পুরোপুরি অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল সমর্থকরা। তারা পাল্টা অর্জুন সিংয়ের বিরুদ্ধে বোমা রাখার অভিযোগ তুলেছেন তারা। শনিবার ভাটপাড়া পুরসভা ১৮ নম্বর ওয়ার্ডের ১৮ নম্বর গলির একটি পরিত্যক্ত বাড়ি থেকে এই তাজা বোমাগুলি উদ্ধার হয়। ঘটনার খবর পাওয়ার পরেই পৌঁছয় জগদ্দল থানার পুলিশ। বিজেপি সাংসদ অর্জুন সিংও পৌঁছে যান ঘটনাস্থলে। এই ঘটনায় তিনি পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন। তাঁর প্রশ্ন, ‘এখানে এত পুলিশি নিরাপত্তায় থাকা সত্ত্বেও কীভাবে বোমা এবং রিভলবার রাখল দুষ্কৃতীরা।’ তাঁর অভিযোগ, ‘আমাকে খুন করার জন্যই এই বোমা এবং রিভলবারগুলি এখানে রাখা হয়েছিল। আমি জোর গলায় বলতে পারি নবান্নে বসে আমাকে খুন করার চক্রান্ত করা হয়েছে।’অন্যদিকে, এই অভিযোগকে পুরোপুরি অস্বীকার করেছেন স্থানীয় এক তৃণমূল সমর্থক। তিনি পাল্টা দাবি করেছেন, ‘অর্জুন সিংয়ের দলবলই এখানে বোমা রেখেছিল।’ যদিও যে বাড়ি থেকে বোমা উদ্ধার হয়েছে সেটি ওই মহিলার। তাহলে কীভাবে সেখানে বোমা রাখা হল? এই প্রশ্নের উত্তরে মহিলা জানান, ‘অর্জুন সিং সব পারে।’ এদিকে, অর্জুন সিং যখন সংবাদমাধ্যমের কাছে নিজের বক্তব্য জানাচ্ছিলেন তখন স্থানীয় কয়েকজন মহিলা সাংসদকে গালিগালাজ করতে শুরু করে। প্রতিবাদে তাদের তেরে যান অর্জুন সিং। সেখানে থাকা পুলিশ এবং নিরাপত্তা রক্ষীরা তাঁকে আটকান।