বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Doctor suicide: ডায়মন্ড হারবার মেডিক্যালের চিকিৎসকের মৃত্যুতে এবার গ্রেফতার বার মালিকের প্রাক্তন স্ত্রী সহ ৩
পরবর্তী খবর
Doctor suicide: ডায়মন্ড হারবার মেডিক্যালের চিকিৎসকের মৃত্যুতে এবার গ্রেফতার বার মালিকের প্রাক্তন স্ত্রী সহ ৩
গত রবিবার ডায়মন্ড হারবারের কোয়ার্টার থেকে নিথর দেহ উদ্ধার হয়েছিল চিকিৎসকের। সেই ঘটনায় ডায়মন্ড হারবারের বার মালিক অভিজিৎ দাস সহ ৬ জনের বিরুদ্ধে ব্লাকমেল এবং আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের করেছিলেন চিকিৎসকের একমাত্র মেয়ে।
চিকিৎসকের মৃত্যুতে ধৃত ৩। নিজস্ব ছবি
ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক কল্যাণশিসের মৃত্যুর ঘটনার তদন্ত নেমে পুলিশ আগেই এক বার মালিককে গ্রেফতার করেছে। আর এবার চিকিৎসকের মৃত্যুতে গ্রেফতার হল আরও দুজন। ধৃত এই দুজনের মধ্যে একজন হলেন বার মালিকের প্রাক্তন স্ত্রী রিয়া দাস। তাদের বিরুদ্ধে ব্ল্যাকমেল এবং আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ রয়েছে। এদিকে, অভিযুক্তদের শাস্তির দাবিতে আজ বৃহস্পতিবার বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।
গত রবিবার ডায়মন্ড হারবারের কোয়ার্টার থেকে নিথর দেহ উদ্ধার হয়েছিল চিকিৎসকের। সেই ঘটনায় ডায়মন্ড হারবারের বার মালিক অভিজিৎ দাস সহ ৬ জনের বিরুদ্ধে ব্লাকমেল এবং আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের করেছিলেন চিকিৎসকের একমাত্র মেয়ে। তদন্তে নেমে পুলিশ অভিজিৎ দাস এবং তার প্রাক্তন স্ত্রীকে থানায় ডেকে পাঠায়। পরে অভিজিৎ দাসকে গ্রেফতার করলেও জিজ্ঞাসাবাদের সময় থানায় অসুস্থ হয়ে পড়েন তার প্রাক্তন স্ত্রী। ফলে তাকে ভরতি করা হয়েছিল ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সুস্থ হতেই তাকে গ্রেফতার করে পুলিশ।
তদন্তকারীরা জানতে পেরেছেন, রিয়ার সঙ্গে বিবাহিত সম্পর্ক ছিল চিকিৎসকের। অভিজিৎ এবং রিয়া দুজনে মিলে চিকিৎসকের কাছে বিভিন্ন সময় মোটা টাকা নিয়েছেন। এমনকী চিকিৎসককে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করতেন ওই দুজনে। শুধু তাই নয়, চিকিৎসককে খুনের হুমকিও দেওয়া হয়েছিল। এই নিয়ে চরম অবসাদের মধ্যে ছিলেন চিকিৎসক। অধিকাংশ সময়ই নেশায় বুঁদ থাকতেন। আত্মহত্যার আগে চিকিৎসকের ফেসবুক পোস্টেও হতাশা ফুটে উঠেছিল।