উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে রাতভর চলল বোমা বিস্ফোরণ। পরপর বোমা বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। এছাড়াও, বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনায় এক যুবকের হাত উড়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন এলাকাবাসীরা। ঘটনাটি ঘটেছে বসিরহাটের হিঙ্গলগঞ্জ থানার দক্ষিণ বাঁকড়া গ্রামে। কীভাবে বিস্ফোরণ ঘটেছিল পুলিশ তা খতিয়ে দেখছে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, এলাকায় একটি ঘরে বোমা বাঁধার কাজ চলছিল। সেখানে কোনওভাবে একটি বোমা ফেটে যায়। তা থেকেই পরপর বোমা ফাটতে শুরু করে। যদিও এই বোমা বিস্ফোরণের পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয়দের বক্তব্য, কিছুদিন আগে গ্রামের একটি পুকুর সংস্কার নিয়ে গ্রামের দুই গোষ্ঠীর বিবাদে জড়িয়েছিল। ফলে তার জেরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার পর থেকে গোটা গ্রাম শুনশান রয়েছে। তদন্তে নেমেছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। এলাকায় আরও বোমা মজুদ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে।