ওয়াকফ সংশোধনী আইন কার্যকর হয়ে গিয়েছে দেশে। এই আবহে ৮ এপ্রিল ওয়াকফ সংশোধনীর বিরুদ্ধে জঙ্গিপুরে পথে নেমেছিলেন অনেকে। সেই প্রতিবাদ পরিণত হয়েছিল অবরোধে। আর অবরোধ তুলতে গিয়ে পুলিশ বিক্ষোভকারীদের রোষের মুখে পড়েছিল। ঘটনাটি ঘটে জেলার রঘুনাথগঞ্জ থানা এলাকার উমরপুরে। এই আবহে হিংসা নিয়ন্ত্রণে রাখতে নাকি রাজ্য সরকারের তরফ থেকে সেই এলাকার ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এমনই দাবি করল বিজেপি। এরই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে অমিত মালব্য এক সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, 'যে মানুষটা সিএএ প্রতিবাদের সময় 'কা কা ছি ছি' গেয়েছিলেন, তাঁর কি ওয়াকফের বিরুদ্ধে গান গাওয়ার জন্যে কণ্ঠস্বর নেই?' এদিকে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার নিজের পোস্টে লেখেন, 'রাজ্য পুলিশ মার খাচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজের তোষণের রাজনীতি করতে ব্যস্ত।' (আরও পড়ুন: ইউনুসের প্রতিনিধির সঙ্গে কথা ডোভালের, বৈঠক নিয়ে রহস্য বাড়ালেন বাংলাদেশের খলিলুর)