বিরোধী দলগুলি যতই ‘বাংলা’ নিয়ে গেল গেল রব তুলুক না কেন বাস্তব ছবি কিন্তু সে কথা বলছে না। কারণ স্বয়ং কেন্দ্রীয় সরকার সেই কথা জানাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে। এবার দেশের ‘সেরা পর্যটন গ্রামের’ স্বীকৃতি পেল মুর্শিদাবাদের বরানগর গ্রাম। আর এই স্বীকৃতি দিয়েছে ভারত সরকারের পর্যটন মন্ত্রক। আজ, বৃহস্পতিবার কেন্দ্রের পক্ষ থেকে রাজ্য সরকারকে এই কথা জানানো হয়েছে। বাংলার কাছে এটা যথেষ্ট বড় সুখবর। বিরোধীরা যখন বলছেন বাংলা রসাতলে যাচ্ছে তখন কেন্দ্রের এই স্বীকৃতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এই খুশির খবর সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগ করে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
একদিকে ডিভিসির জল ছাড়ার জেরে গ্রামবাংলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। অপর দিকে আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করার অভিযোগে সরগরম বাতাবরণ। এমন আবহেই এল কেন্দ্রীয় স্বীকৃতি। আজ, বৃহস্পতিবার দুপুরে এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘আমি এটা জানাতে পেরে আনন্দিত যে মুর্শিদাবাদ জেলার বরানগর গ্রামকে ভারত সরকারের পর্যটন মন্ত্রক কৃষি–পর্যটন বিভাগে সেরা পর্যটন গ্রাম হিসেবে নির্বাচিত করেছে।’ আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসে বরানগর গ্রামকে এই পুরষ্কার তুলে দেবে কেন্দ্রীয় সরকার। যা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে।
কেন্দ্রীয় পর্যটনমন্ত্রক সূত্রে খবর, এই বরানগর গ্রামকে নানা দিক থেকে দেখেই সেরা পর্যটন গ্রামের স্বীকৃতি দেওয়া হয়েছে। এখানের পরিবেশ, শিক্ষা, পর্যটন–সহ নানা দিক খতিয়ে দেখে এই স্বীকৃতি দেওয়া হয়েছে। প্রত্যেক বছরই দেশের একটি গ্রামকে সেরা পর্যটন গ্রামের স্বীকৃতি দেয় কেন্দ্রীয় সরকার। ২০২৩ সালেও সেরা পর্যটন গ্রামের স্বীকৃতি এসেছিল বাংলার হাতে। ২০২৪ সালেও এল। সুতরাং পর পর দু’বার এমন স্বীকৃতি প্রমাণ করছে ধারাবাহিকতা আছে। ২০২৩ সালে ভারতের সেরা পর্যটন গ্রাম হিসেবে মুর্শিদাবাদের কিরীটেশ্বরীকে স্বীকৃতি দিয়েছিল কেন্দ্রীয় সরকার। এবার সেই স্বীকৃতি পেল বরানগর গ্রাম।
আরও পড়ুন: এনিমি প্রপার্টিতে বেআইনি নির্মাণ করার অভিযোগ, সমীক্ষা করে ভাঙল স্বরাষ্ট্রমন্ত্রক
এছাড়া মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জে অবস্থিত বরানগর গ্রাম। প্রাচীন এই গ্রামের পাশ দিয়ে অবিরাম বয়ে চলেছে গঙ্গা। গ্রামের পথে–ঘাটে নানা জায়গা জুড়ে রয়েছে অসংখ্য মন্দির। নাটোররাজ্যর রানি ভবানীর স্মৃতি এবং বহুকীর্তি ছড়িয়ে রয়েছে এই গ্রামে। যা দেখতে প্রত্যেক বছরই প্রচুর পর্যটক ঘুরতে আসেন। এই গ্রামের পরিচ্ছন্নতা আলাদা মাত্রা যোগ করেছে। কথিত আছে, এই গ্রামের কোথাও নাকি গুপ্তধন লুকানো রয়েছে। যার হদিশ আজও মেলেনি। এমনকী পরিবেশ–পরিচ্ছন্নতার দিক থেকেও এই গ্রাম প্রশংসা কুড়িয়েছে পর্যটকদের কাছে। এবার কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পেল দেশের সেরা গ্রামের স্বীকৃতি।