শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে অন্যতম অভিযুক্ত অয়নশীলকে গ্রেফতার করে ইডি। তাঁকে জিজ্ঞাসাবাদ করে উঠে আসে পুর নিয়োগে দুর্নীতির প্রসঙ্গে।
কামারহাটি পুরসভা।
কামারহাটি পুরসভার ১৮ জন কর্মীকে তলব করল সিবিআই। পুর নিয়োগ দুর্নীতির তদন্তে ধাপে ধাপে কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হবে। সে জন্য ৩১ জুলাই, ১,২, ও ৩ আগস্ট তাঁদের নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হওয়ার কথা বলা হয়েছে। যদি কামরাহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহার দাবি, প্রথমে হাজির হতে বলা হয়েছিল পরে অবশ্য তা বাতিল করা হয়েছে।
শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে অন্যতম অভিযুক্ত অয়নশীলকে গ্রেফতার করে ইডি। তাঁকে জিজ্ঞাসাবাদ করে উঠে আসে পুর নিয়োগে দুর্নীতির প্রসঙ্গে। কলকাতা হাইকোর্ট এই দুর্নীতির অভিযোগ পৃথক ভাবে তদন্তের নির্দেশ দেয়।
আদালতের নির্দেশ পেয়ে তদন্ত শুরু করে সিবিআই। এক দিন ১৮টি পুরসভায় অধিযান চালায় তদন্তকারী সংস্থা। সেগুলি থেকে বেশ কিছু নথি নিয়ে যায়। কিছু দিন পর বিভিন্ন পুরসভার আধিকারিকদের ডেকে পাঠানো হয়। গত শুক্রবার কৃষ্ণনগর পুরসভার আধিকারিকদের ডেকে পাঠানো হয়। এ বার তলব করা হল কামারহাটি পুরসভার ১৮ জন আধিকারিককে।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, ২০১৪ সালের পর যাঁরা কামারহাটি পুরসভায় চাকরি পেয়েছিলেন তাঁদের ১৮ জনকে ডাকা হয়েছে। তাঁরা টাকার বিনিময়ে পুরসভায় চাকরি পেয়েছেন কিনা, যদি টাকা দিয়ে থাকেন তবে সেই টাকা কাকে দিয়েছেন, টাকার পরিমাণই বা কত, এ সবই জিজ্ঞাসাবাদা করা হবে।