১০০ বা ২০০ টি নয়, এক মহিলার পেটের ভিতর থেকে বের করা হল হাজার খানেক পাথর। সংখ্যাটা এতটাই বেশি যে গুনে শেষ করতে পারছিলেন না চিকিৎসকরা। প্রায় কয়েকঘণ্টার রুদ্ধশ্বাস অস্ত্রোপচারে সফলভাবে এই পাথরগুলি বের করেন চিকিৎসকরা। টালিগঞ্জের হরিদেবপুর এলাকার এক ৪৫ বছরের মহিলার গলব্লাডারে এতো সংখ্যক পাথর দেখে রীতিমতো চমকে ওঠেন চিকিৎসকরা।
আরও পড়ুন: পেটের মধ্যে গুণে গুণে ১৩০০০ পাথর! কলকাতা মেডিক্যাল কলেজের চিকিৎসকরা অবাক
জানা গিয়েছে, ওই মহিলার অস্ত্রোপচার করা হয় এম আর বাঙ্গুর হাসপাতালে। চিকিৎসক সূত্রের খবর, বিগত কয়েক মাস ধরে পেটের তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলেন ওই মহিলা। প্রায় দুই মাস আগে তিনি বমি বমি ভাব এবং পেটের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। প্রাথমিক পর্যবেক্ষণ ও পরীক্ষার পরে চিকিৎসকদের হাতে যে রিপোর্ট আসে তা দেখে তাঁরা কার্যত হতভম্ব হয়ে যান। রিপোর্টে দেখা যায়, রোগীর গলব্লাডারে প্রচুর সংখ্যক পাথর রয়েছে। এরপরই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। সেইমতো ৩ জুন রোগীকে ভর্তি করা হয় হাসপাতালে। আর ৫ জুন দুপুরে শুরু হয় অপারেশন। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করেন শল্য চিকিৎসক ডাঃ নিলয় নারায়ণ সরকার ও ডাঃ জয়দীপ রায়ের নেতৃত্বে একটি চিকিৎসক দল। সঙ্গে ছিলেন অ্যানাস্থেশিয়ার বিশেষজ্ঞ ডাঃ বিএন দাস ও ডাঃ অঙ্কিত পাঁজা।