পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে বিজয়া দশমীর সকালে প্রতিমা বিসর্জন চলছিল বরাবাজারের নমোপাড়া এলাকায় নদীতে। তা দেখতে প্রচুর মানুষের ভিড় জমে ছিল। সেই সময় নদীর বাঁধে প্রচুর মানুষের জমায়েত হয়েছিল। বিসর্জন দেখতে গিয়ে কোনওভাবে নদীতে পড়ে যায় ওই যুবক।
Ad
জলে ডুবে মৃত্যু যুবকের। প্রতীকী ছবি।
দশমীতে প্রতিমা বিসর্জনকে ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে। প্রতি বছরই প্রতিমা বিসর্জনের দিন দুর্ঘটনা ঘটে। এবারও দুর্ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। তবে অধিকাংশ ক্ষেত্রে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে মর্মান্তিক ঘটনা ঘটলো পুরুলিয়ায়। প্রতিমা বিসর্জন দেখতে গিয়ে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বরাবাজার এলাকায়।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে বিজয়া দশমীর সকালে প্রতিমা বিসর্জন চলছিল বরাবাজারের নমোপাড়া এলাকায় নদীতে। তা দেখতে প্রচুর মানুষের ভিড় জমে ছিল। সেই সময় নদীর বাঁধে প্রচুর মানুষের জমায়েত হয়েছিল। বিসর্জন দেখতে গিয়ে বাঁধ বরাবর হেঁটে নদীর এক পাড় থেকে অন্য পাড়ে যেতে গিয়ে কোনভাবে নদীতে পড়ে যায় ওই যুবক। তাকে বাঁচাতে স্থানীয় কয়েকজন যুবক নদীতে ঝাঁপ দেয়। ঘটনায় ঘাটে মোতায়েন থাকা উদ্ধারকারীরা নদীতে ঝাঁপ দিয়ে যুবকে উদ্ধারের চেষ্টা করে। তবে শেষ পর্যন্ত ওই যুবক নদীতে তলিয়ে যায়। এই ঘটনা মৃত যুবকের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
মৃত যুবকের নাম শামু বাউরি, বয়স ২২ বছর। তার বাড়ি পুরুলিয়া জেলার বরাবাজার এলাকায়। কুইক রেসপন্স টিম ও সিভিল ডিফেন্সের সদস্যরা যুবকের খোঁজ চালাচ্ছেন। শেষ খবর পাওয়া অনুযায়ী এখনও ওই যুবক নিখোঁজ রয়েছে। অন্যদিকে, বিসর্জনে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে জলপাইগুড়ির মালবাজারে। হড়পা বানের কবলে পড়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৮ জনের আট জনের। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।