আগামিকাল প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল (WB Madhyamik Results 2022)। সকাল ১০ টা থেকে পরীক্ষার্থীরা মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট wbbse.wb.gov.in এবং wbresults.nic.in থেকে ফলাফল দেখতে পারবেন। হিন্দুস্তান টাইমস বাংলাতেও (betvisa69.com) রেজাল্ট দেখতে পারবেন পরীক্ষার্থীরা।
মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, সকাল ন'টায় সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফলাফল (WBBSE X Results 2022) ঘোষণা করা হবে। এক ঘণ্টা পর থেকে পরীক্ষার্থীরা অনলাইনে মাধ্যমিকের রেজাল্ট দেখতে পারবেন। সেজন্য শুধু রোল নম্বর এবং জন্মতারিখ লাগবে।
কীভাবে ‘হিন্দুস্তান টাইমস বাংলায়’ মাধ্যমিকের (WBBSE 10th Results 2022) রেজাল্ট দেখতে পাবেন?
১) ‘হিন্দুস্তান টাইমস বাংলা’ (betvisa69.com) সাইটে আসতে হবে।
২) মাধ্যমিকের রেজাল্ট লিঙ্কে ক্লিক করুন।
৩) নিজের রোল নম্বর নম্বর এবং জন্ম তারিখ দিতে হবে। সিকিউরিটি কোড দিতে হবে।
৪) স্ক্রিনে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখাবে।
৫) ভবিষ্যতের জন্য তা ডাউনলোড করে রাখা ভালো।
কীভাবে মাধ্যমিকের রেজাল্ট (WB Class 10th Results 2022) দেখতে পাবেন?
১) wbbse.wb.gov.in বা wbresults.nic.in সাইটে যেতে হবে।
২) 'WBBSE class 10th Results' লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) নিজের রোল নম্বর নম্বর এবং জন্ম তারিখ দিতে হবে।