ছাত্রনেতা আনিস খান হত্যায় হাওড়া গ্রামীণের পুলিশ সুপারের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিরোধীরা। অবশেষে এব্যাপারে মুখ খুললেন পুলিশ সুপার সৌম্য রায়ের স্ত্রী তথা সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র। এদিন ঘটনায় ‘সুবিচার’ চান তিনি।বৃহস্পতিবার রাজপুর – সোনারপুর পুরসভায় ভোটপ্রচারের সময় লাভলি বলেন, ‘আনিস খানের খুনের বিষয় নিয়ে তদন্ত চলছে। আমি এব্যাপারে কিছু বলতে চাই না। ২ জন গ্রেফতার হয়েছে। সবার মতো আমিও সুবিচার চাই। দোষীরা নিশ্চই সাজা পাবে।’বলে রাখি, আনিস খুনে হাওড়া গ্রামীণের পুলিশ সুপার সৌম্য রায়ের বিরুদ্ধে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘আনিসকে খুন করেছে মমতা ব্যানার্জির পুলিশই। পুলিশ সুপার সৌম্য রায় ও অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ সরকার মিলে আনিসকে খুন করেছে।’