উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে চুরি যাওয়া শিশুপুত্রকে অবশেষে উদ্ধার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। আর অবশেষে মায়ের কোলে ফিরল শিশু। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রসূতি বিভাগ থেকে চুরি যাওয়া শিশুটি উদ্ধার করে ফিরিয়ে দিলেও শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। এই ঘটনায় এখন এলাকায় খুশির হাওয়া। সন্তানকে ফিরে পেয়ে খুশি তাঁর মা। আজ, রবিবার এই ঘটনা মা ও সন্তানকে মিলিয়ে দিল। আর কাটল তিনদিনের প্রচণ্ড উদ্বিগ্নতা। সন্তান হারিয়ে পাগল হয়ে যাওয়ার অবস্থা হয়েছিল মায়ের।
এদিকে পুলিশ সূত্রে খবর, শনিবার বেশি রাতে চোপড়ার বলরামপুর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। তারপর তাকে শিলিগুড়ি নিয়ে আসা হয়েছে। বাচ্চাটির জন্য এসএনসিইউ’এ বেড রেডি রাখা হয়েছিল। শারীরিক পরীক্ষার পরই শিশুটিকে প্রসূতি বিভাগে চিকিৎসাধীন তার মায়ের হাতে তুলে দেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। কয়েকদিন আগে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রসূতি বিভাগ থেকে চুরি হয়ে যায় শিশুটি। এরপর উত্তরবঙ্গ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ও পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ নিয়ে আন্দোলনে নেমে পড়ে বিভিন্ন সংগঠন।
অন্যদিকে গত বৃহস্পতিবার উত্তরবঙ্গ মেডিকেলের প্রসূতি বিভাগ থেকে শিশুপুত্র চুরি হয়েছিল বলে উত্তপ্ত হয়ে উঠেছিল শিলিগুড়ির হাসপাতাল চত্বর। তবে অবশেষে তার হদিশ মেলায় খুশি গোটা পরিবার। তবে শিশু চুরির ঘটনায় কর্তৃপক্ষের ভূমিকা ও হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশের সাফল্য একদিকে উঠে এলেও অন্যদিকে হাসপাতালের ব্যর্থতাও উঠে এসেছে। কেন এমন ঘটনা ঘটেছিল? সেটা খতিয়ে দেখা হচ্ছে।