গত কয়েকদিন ধরেই ভোল্টেজ বেড়ে যাওয়ার ফলে পুড়ে গিয়েছে বাড়ির এসি, পাখা, ফ্রিজ, মোবাইল-সহ বিভিন্ন বৈদ্যুতিন সরঞ্জাম। সিইএসসির বিরুদ্ধে এমনটাই অভিযোগ তুলেছেন হাওড়া ব্যাঁটরা থানা এলাকার অন্তর্গত কদমতলা কাঁটাপুকুর এলাকার বাসিন্দারা। তাছাড়া লাগাতার বিদ্যুৎ বিভ্রাটের জেরে গত কয়েক মাস ধরে সমস্যায় পড়েছেন ওই এলাকা-সহ হুগলি ও উত্তর ২৪ পরগানার কয়েকটি এলাকার বাসিন্দারা। এই সমস্ত অভিযোগে সিইএসসির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন কাঁটাপুকুর এলাকার বাসিন্দারা।
আরও পড়ুন: আপনারও কি বিদ্যুতের বিল বেশি এসেছে ? কী কারণ জেনে নিন
তাঁদের অভিযোগ, সিইএসসির ভূগর্ভস্থ কেবলে সমস্যা থাকার কারণে হঠাৎ করে বিদ্যুতের ভোল্টেজ বেড়ে গিয়েছে। আর সেই কারণেই একের পর এক টিভি, ফ্রিজ, এসি, পাখা, লাইট, মোবাইল চার্জার পুড়ে গিয়েছে। তাঁদের অভিযোগ, সিইএসসির কাছে এ বিষয়ে অভিযোগ জানানো হলেও সমস্যার কোনও সমাধান হয়নি। তাই বাধ্য হয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। তাঁদের বক্তব্য, অবিলম্বে এই সমস্যার সমাধান করতে হবে। খবর পেয়ে ঘটনাস্থলে যান সিইএসসির কর্মীরা। তাঁরা স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন। পরে খবর যায় থানায়। সেখানে পুলিশ গিয়ে স্থানীয়দের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এক স্থানীয় বাসিন্দার দাবি, এর আগেও এই সমস্যা নিয়ে একাধিকবার সিইএসসির কাছে অভিযোগ জানানো হয়েছিল। কিন্তু সিইএসসির পক্ষ থেকে কোনও রকমের পদক্ষেপ করা হয়নি। যার ফলে বাড়ির বৈদ্যুতিন জিনিসপত্র পুড়ে যাওয়া অব্যাহত রয়েছে। পাকাপাকিভাবে এই সমস্যার সমাধান না হলে তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।