আদালতের ভিতর থেকে চুরি হয়ে যাচ্ছে আইনজীবীদের চেয়ার-টেবিল থেকে শুরু করে সাইকেল। সোমবার এক আইনজীবীর চেয়ার টেবিল চুরি হয়ে যাওয়া ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কল্যাণী আদালত চত্বরে। একেবারে আদালতের ভিতরে একের পর এক এমন ঘটনার পরও নিরাপত্তা ব্যবস্থা কেন সুনিশ্চিত করা যাচ্ছে না তাই নিয়েও উঠছে প্রশ্ন।
আরও পড়ুন: খেজুরিতে ২ বিজেপি কর্মীর রহস্যমৃত্যু, তদন্তকারীর ভূমিকায় প্রশ্ন তুলল হাইকোর্ট
এই চুরির বিষয়ে আদালতের বিচারকের কাছে অভিযোগ দায়ের করেছেন আইনজীবী কমলিকা দাস। তিনি জানান, জেলা বিচারকের নির্দেশের প্রেক্ষিতে গত রবিবার সন্ধ্যায় তিনি একটি মার্বেলের টেবিল এবং তিনটি চেয়ার নির্দিষ্ট জায়গায় রেখে যান। এরপর সোমবার সকালে কোর্টে এসে তিনি দেখেন তার চেয়ার টেবিল উধাও। কমলিকা বলেন, এর আগে ২০১৩ সালে এরকম ঘটনা আরও দুই মহিলা আইনজীবীর সঙ্গে করা হয়েছিল। তাঁদের প্র্যাকটিস বন্ধ করে দেওয়া হয়। বছর তিনেক আগে আদলাত চত্বর থেকে একটি পোষা শুকর চুরি করে নেওয়া হয়। তারও কোনও সুরাহা হয়নি। কল্যাণী আদলাত এখন সরাইখানায় পরিণত হয়েছে। আদালত সূত্রে জানা গিয়েছে, ভারপ্রাপ্ত বিচারক মহিলা আইনজীবীকে তদন্তের আশ্বাস দিয়েছেন।
সূত্রের খবর, ২০১৩ সালে দুই মহিলা আইনজীবীকে বার অ্যাসোসিয়েশনের ভিতরে ধর্ষণের চেষ্টার অভিযোগে ওঠে। মামলা গড়ায় হাইকোর্ট পর্যন্ত। তৎকালীন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় পুলিশকে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন। পরবর্তীতে আইনজীবীদের পোষা শুকর ঘনার চুরি যাওয়ার ঘটনা আদালতের সিসিটিভিতে ধরা পড়লেও কোনও কিনারা হয়নি। সেই মামলাও গড়ায় হাইকোর্টে।