মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ঘাটাল মাস্টার প্ল্যান। তবে এ নিয়ে দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে আসছে রাজ্য সরকার। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মাস্টার প্ল্যানের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছেন। তবে কিছু জায়গায় জমি জট তৈরি হয়েছিল। এবার সেই জট কিছুটা কাটল। জমি দিতে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এলেন জমির মালিকরা। সোমবার ১৪ জন সম্মতিপত্রে স্বাক্ষর করেছেন। মাস্টার প্ল্যান বাস্তবায়নের জন্য জমির মালিকদের এই স্বতঃস্ফূর্ত আগ্রহ দেখে খুশি হয়েছেন আধিকারিক ও জনপ্রতিনিধিরা। (আরও পড়ুন: 'ফুরফুরায় সফল হয়নি মমতার ইফতার পার্টি', বিস্ফোরক ত্বহা, বললেন- 'ঘেন্না হচ্ছে...')
আরও পড়ুন: ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ কবে শেষ হবে? বড় ধাঁধার জবাব দিলেন দেব
জমি জট কাটাতে এদিন জমির মালিকদের সঙ্গে বৈঠকে বসে স্থানীয় প্রশাসন। সব মিলিয়ে ৪০ জন জমির মালিককে ডাকা হয়েছিল বৈঠকে। তবে তাতে যোগ দিয়েছিলেন ১৪ জন। ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস জানান, ঘাটাল শহরের ৯ নম্বর ওয়ার্ডে জমির মালিকদের সঙ্গে এদিন বৈঠক হয়। মালিকদের অনেকেই স্বেচ্ছায় জমি দিতে এগিয়ে এসেছেন, যেটা খুবই ভালো উদ্যোগ। পশ্চিম মেদিনীপুরে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি আশিস হুদাইতও এদিন উপস্থিত ছিলেন। তিনি জানান, কিছু মানুষ জমি নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন। তবে সেখানে গিয়ে দেখা গিয়েছে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে সম্মতিপত্রে স্বাক্ষর করেছেন। (আরও পড়ুন: সচিনের সন্তানের মা হলেন ‘পাক বৌদি’ সীমা, ‘পাবজি লাভার দম্পতির’ ছেলে হল না মেয়ে?)
আরও পড়ুন: 'ভারতের অস্তিত্ব' নিয়ে BJP-কে তোপ বাংলাদেশ ইসলামি আন্দোলনের, মওলানা বললেন…
উল্লেখ্য, ঘাটাল মাস্টার প্ল্যানের অংশ হিসেবে ১৭ নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর এবং ৯ নম্বর ওয়ার্ডের শ্রীরামপুরে দুটি পাম্প হাউস করার পরিকল্পনা রয়েছে। তারমধ্যে শ্রীরামপুরে পাম্প হাউসের জন্য দু’একর জমির প্রয়োজন। এদিন এই এলাকার জমির মালিকদের সঙ্গে আলোচনা করে প্রশাসন। এর পাশাপাশি ঘাটাল পুরসভার চেয়ারম্যান তুহিনকান্তি বেরা, ঘাটাল পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহকারী সভাপতি তথা ঘাটাল ব্লক সভাপতি দিলীপকুমার মাজি প্রমুখও উপস্থিত ছিলেন এদিন বৈঠকে। মহকুমা শাসক জানান, এখনও পর্যন্ত যাঁরা স্বাক্ষর করেননি তাঁদের স্বাক্ষরের জন্য কাগজপত্র কাউন্সিলরকে দেওয়া হয়েছে। দ্রুতই তাঁদের সম্মতি পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। (আরও পড়ুন: 'লেখিকা হিসেবেও আমন্ত্রণ...', 'অক্সফোর্ড বিতর্কে' এবার নয়া দাবি মমতার সরকারের)
আরও পড়ুন: 'ভারতে ২০০ কোটি মুসলিম...', ওয়াকফ সংশোধনীর প্রতিবাদে বেফাঁস মহুয়া