
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
রাজ্য সরকারের প্রতিশ্রুতি মতো জমি ফেরানো শুরু হয়ে গিয়েছে সন্দেশখালিতে। একটি বেসরকারি টিভি চ্যানেলের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ৬১ জনকে জমি ফেরত দেওয়া হয়েছে। আরও যাঁরা জমি দখল নেওয়ার অভিযোগ জানিয়েছেন তাঁদের জমি ফেরত দেওয়া হবে।
নিউজ ১৮ বাংলা দাবি করেছে, তাদের হাতে জমি ফেরতের এক্সস্কুসিভ কপি তাঁদের হাতে রয়েছে। সেই কপি অনুযায়ী ২২ থেকে ২৪ ফেব্রুয়ারির মধ্যে ৬১ জনকে ফেরানো হয়েছে জমি।
তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহান ও তাঁর সঙ্গোপাঙ্গোদের বিরুদ্ধে জোর করে জমি দখলের অভিযোগ ছিল। যা থেকে সন্দেশখালিতে শুরু সাধারণ মানুষের বিক্ষোভ। সেই বিক্ষোভের আগুন এতটাই তীব্র ছিল যে বাধ্য হয়ে রাজ্য সরকার জানায় যে জোর করে নেওয়া সমস্ত জমি ফের দেওয়া হবে। সাধারণ মানুষের অভিযোগ নেওয়ার জন্য একালাকায় এসাকায় ক্যাম্প করা হয়েছে। পুলিশ আধিকারিকরা ক্যাম্পে বসে সাধারণ মানুষের অভিযোগ শুনেছেন। শাহজানান বা তাঁর সাঙ্গোপাঙ্গরা জমি দখল করে থাকেন, সেই অভিযোগ নথি ভুক্ত করেছেন। তদন্ত-অনুসদ্ধান করে জেলা প্রশাসন ও ভূমি ও ভূমি রাজস্ব দফতর ৬১ জনকে জমি ফেরত দিয়েছে। জানা গিয়েছে এখনও পর্যন্ত ১০০ জনের জমি দখলের অভিযোগ এসেছে প্রশাসনের কাছে।
পড়ুন। সন্দেশখালি নিয়ে বলতে গেলে মাইক কেড়ে নেওয়া হয়েছে, জেল থেকে বেরিয়ে বললেন নিরাপদ
পড়ুন। ব্রিগেডে বড় জমায়েতের লক্ষ্য নিল উত্তর ২৪ পরগনা TMC, ২৮ ফেব্রুয়ারি থেকে প্রচার
যে ব্রিজ সারানোর জন্য দীর্ঘ ১৫ বছরের দাবি ছিল বেড়মজুরের বাসিন্দাদের, সন্দেশখালির বিক্ষোভের পর অবশেষে সেই ব্রিজের কাজ শুরু হল। যে ব্রিজ সারানোর জন্য প্রশাসনের থেকে শুরু করে একেবারে শেখ শাহজাহান, সিরাজের ডাক্তারের (শাহজাহানের ভাই) দরজায় যেতে হয়েছিল স্থানীয় বাসিন্দাদের। সন্দেশখালির বেড়মজুরে মঙ্গলবার থেকেই শুরু হয়ে গেল অস্থায়ী বাঁশের সাঁকোর কাজ।
বাসিন্দারা জানিয়েছেন, প্রশাসনের বিডিও অফিসের এক কর্মীও ভাঙা সেতু থেকে খালে পড়ে গিয়েছিলেন একবার। বেড়মজুরের ঝুপখালির বটতলা এলাকায় ব্রিজটি সারানোর জন্য ১৫ বছর ধরে প্রশাসনের দরবার করেও সাড়া মেলেনি। শুক্র-শনিবার জন আন্দোলন এখানেই ধাওয়া করে অজিত মাইতিকে। অবশেষে টনক নড়েছে প্রশাসনের, কাজ শুরু হল অস্থায়ী বাঁশের সাঁকোর।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports