রামপুরহাট গণহত্যায় মূল অভিযুক্ত আনারুল হোসেনকে গ্রেফতার করা হয়েছে বলে বৃহস্পতিবার দাবি করেছিল পুলিশ। শুক্রবার আদালতে পেশের সময় যদিও সম্পূর্ণ অন্য দাবি করলেন তিনি। এদিন আনারুল বলেন, আমি সম্পূর্ণ নির্দোষ। মুখ্যমন্ত্রীর নির্দেশে আত্মসমর্পণ করেছি। প্রশ্ন উঠছে, তাহলে কে ঠিক কথা বলছে, পুলিশ না আনারুল?বৃহস্পতিবার বগটুই গ্রামে পৌঁছে রামপুরহাট ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আনারুল হোসেনকে গ্রেফতার করার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী রামপুরহাট ছাড়তে না ছাড়তেই আনারুলের বাড়িতে হাজির হন পুলিশকর্মীরা। চারিদিক থেকে ঘিরে ধরে বাড়ি তল্লাশি শুরু করেন তাঁরা। ১ ঘণ্টার তল্লাশিতে বাড়িতে আনারুলের খোঁজ পাওয়া যায়নি।বিকেলে পুলিশের তরফে জানানো হয়, তারাপীঠের একটি হোটেল থেকে আনারুলকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে তারাপীঠ থানায় নিয়ে গিয়ে রাতভর জেরা করে পুলিশ আধিকারিকরা। আনারুলের বিরুদ্ধে খুন, ষড়যন্ত্রসহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।শুক্রবার তাঁকে আদালতে পেশের সময় সাংবাদিকদের দেখে আনারুল বলেন, ‘আমি নির্দোষ। মুখ্যমন্ত্রীর নির্দেশে আত্মসমর্পণ করেছি।’