ডিভিসির ছাড়া জলে রাজ্যের ৭ জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ করে বৃহস্পতিবার ঝাড়খণ্ড সীমানা সিল করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্দেশকে বেআইনি বলে দাবি করে অবিলম্বে আধাসেনা মোতায়েনের দাবি তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার তিনি বলেন, বেলা ২টোর মধ্যে যান চলাচল শুরু না হলে অমিত শাহজিকে চিঠি লিখব।
আরও পড়ুন - কলকাতা হাইকোর্টে জামিন পেলেন কলতান, আদালতের দৌলতে জুটল রক্ষাকবচ
পড়তে থাকুন - ‘স্বাস্থ্যভবনে পাহাড়প্রমাণ দুর্নীতি হয়েছে’, নথি তুলে একগুচ্ছ অভিযোগ শুভেন্দুর
শুভেন্দুবাবু বলেন, ‘মুখ্যমন্ত্রী কালকে নির্দেশ দেওয়ার পরে চিঁচিড়াতে ঝাড়গ্রাম – ঝাড়খণ্ড সীমানা অলিখিতভাবে নির্দেশ দিয়ে সিল করা হয়েছে। সেখানে গাড়ি দাঁড়িয়ে রয়েছে হাজার হাজার। লিখিত নির্দেশ দেওয়ার অধিকার মুখ্যসচিবের নেই। ঝাড়খণ্ডের গাড়ি আটকালে সব পেঁয়াজ আটকাবে। ওই রাস্তা নাগপুর, নাসিক, ছত্তিসগড় হয়ে বাংলায় ঢুকছে। আমি মহামান্য রাজ্যপাল ও কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে আধাসেনা নামাতে বলব। জাতীয় সড়ক অবরোধ করতে পারেন না। আমি ২টো পর্যন্ত দেখব। ২টোর পরে আমি নিতীন গড়কড়ি, অমিত শাহজি ও রাজ্যপালকে লিখব, অবিলম্বে ওখানে ব্যবস্থা নেওয়া হোক।’
আরও পড়ুন - ‘প্রতিবাদের পূর্ণ স্বাধীনতা আমারও থাকবে’, নিজেকে মুক্ত বলে পোস্ট জহরের