
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
কাজের প্রলোভন দিয়ে নাবালিকাকে নিজের দোকানে নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালানোর অভিযুক্ত ফেরার তৃণমূল নেতার বিরুদ্ধে জারি হল হুলিয়া। শুক্রবার রাকেশ শীল নামে ওই INTTUC নেতার বিরুদ্ধে হুলিয়া জারি করেছে বালুরঘাট আদালত। এদিন পুলিশি পাহারায় অভিযুক্ত নেতার বাড়িসহ শহরের বিভিন্ন জনবহুল স্থানে হুলিয়া সেঁটে দিয়ে আসেন আদালতের আধিকারিকরা। এর পর শহরজুড়ে শুরু হয়েছে ব্যাপক শোরগোল।
আরও পড়ুন - ১ কিউসেক মানে কত ক্যুইন্টাল, জানেন কি?
পড়তে থাকুন - উৎসব নয়, পুজো হবে, অনুদান ফিরিয়ে জানাল আরজি করের নির্যাতিতার পাশের পাড়ার পুজো
বালুরঘাট থানার পাশে মোবাইল ফোনের দোকান রয়েছে অভিযুক্তের। গত ২৮ মে এক নাবালিকাকে কাজ দেওয়ার নাম করে এক নাবালিকাকে নিজের দোকানে ডেকে নিয়ে আসেন রাকেশবাবু। এর পর শৌচাগারে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ। নাবালিকা বাধা দিয়ে সেযাত্রায় রক্ষা পায়। এর পর বাড়ি গিয়ে সমস্ত ঘটনা জানায় সে। পরিবারের তরফে বালুরঘাট থানায় রাকেশ শীলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পকসো আইনের ধারায় মামলা রুজু করে পুলিশ।
পুলিশের দাবি সেই ঘটনার পর থেকে ফেরার অভিযুক্ত তৃণমূল নেতা। সেকথা আদালতে জানালে আদালত অভিযুক্তের বিরুদ্ধে হুলিয়া জারি করে। শুক্রবার আদালতের আধিকারিকরা অভিযুক্তের বাড়িতে হুলিয়া দিতে গেলে খবর পেয়েই বাড়িতে তালা দিয়ে পালিয়ে যান পরিবারের সদস্যরা। এর পর বাড়ির দেওয়ালে হুলিয়া সেঁটে দিয়ে আসেন আধিকারিকরা। হুলিয়া লাগানো হয় বাসস্ট্যান্ডসহ জনবহুল জায়গাগুলিতে। দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতার নামে হুলিয়া পড়তে দেখে ফিসফাস শুরু হয়ে যায় পথচলতি জনগণের মধ্যে।
আরও পড়ুন - কী ব্যবস্থা নিয়েছেন? বিহারের ২ ছাত্রকে ওঠবোসের ঘটনায় মমতার পুলিশকে চিঠি নীতীশদের
রাকেশবাবুর কৃতকর্মের দায় আগেই অস্বীকার করেছে তৃণমূল। দলের তরফে জানানো হয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে আগেও এরকম অনেক অভিযোগ এসেছে। তাকে দলের সমস্ত দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হয়েছে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports