আগামী ৭ মে উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশিত হবে। সোমবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, ৭ মে (বুধবার) বেলা ১২ টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফলাফল। অর্থাৎ সেইসময় থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সাংবাদিক বৈঠক শুরু হবে। তবে অনলাইনে রেজাল্ট দেখার জন্য আরও ঘণ্টাদেড়েক অপেক্ষা করতে হবে পড়ুয়াদের। দুপুর ২ টো থেকে অনলাইনে রেজাল্ট দেখা যাবে। পড়ুয়ারা হিন্দুস্তান টাইমস বাংলা থেকেও দেখতে পারবেন উচ্চমাধ্যমিকের রেজাল্ট। তাঁরা কোন বিষয়ে কত নম্বর পেয়েছেন, সেই সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে পারবেন। ডাউনলোডও করে রাখতে পারবেন ডিজিটাল মার্কশিট।
আরও পড়ুন: Career Tips: কাজের সুযোগ প্রচুর! উচ্চমাধ্যমিকের পরে বেছে নিতে পারেন এই ফিল্ড, টিপস শিক্ষকদের
কবে উচ্চমাধ্যমিকের সার্টিফিকেট ও মার্কশিট মিলবে?
তবে সেদিনই মার্কশিট এবং সার্টিফিকেট দেওয়া হবে না। সংসদের দেওয়া মার্কশিট এবং সার্টিফিকেট হাতে পাওযার জন্য পড়ুয়াদের আরও একটা দিন অপেক্ষা করতে হবে। সংসদের তরফে জানানো হয়েছে, আগামী ৮ মে (বৃহস্পতিবার) সকাল ১০ টা থেকে রাজ্যের ৫৫টি বিতরণ কেন্দ্র থেকে স্কুলের প্রতিনিধিদের হাতে মার্কশিট এবং সার্টিফিকেট তুলে দেওয়া হবে। আর সেদিনই যাতে পড়ুয়ারা উচ্চমাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট পেয়ে যান, তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে সংসদ।
আরও পড়ুন: JEE Topper Devdutta Majhi: দিনে ক’ঘণ্টা পড়াশোনা? কোচিং নিয়েছিলেন? জয়েন্টে প্রথম দেবদত্তা যা বললেন
অনলাইনে কীভাবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখতে হবে?
১) উচ্চমাধ্যমিকের ফলাফল জানার জন্য প্রথমেই 'হিন্দুস্তান টাইমস বাংলা’-য় (http://betvisa69.com/) আসতে হবে।
২) 'হিন্দুস্তান টাইমস বাংলা’ খুললেই দেখতে পাবেন যে বাঁ-দিকে ‘উচ্চমাধ্যমিকের রেজাল্ট (WB Class 12th Results)’ আছে। সেখানে ক্লিক করতে হবে।
৩) ওখানে ক্লিক করার ফলে নতুন পেজ খুলে যাবে। সেখান থেকে উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখতে পাবেন।
৪) ওই নয়া পেজের একদম উপরের দিকে থাকবে ‘উচ্চমাধ্যমিকের রেজাল্ট (WB Class 12th Results)’। ঠিক নিচেই 'উচ্চমাধ্যমিকের রেজাল্ট ২০২৫' থাকবে। সেখানে নিজের রেজিস্ট্রেশন নম্বর এবং রোল নম্বর দিতে হবে পড়ুয়াদের। 'ক্লিক করুন' বাটনে ক্লিক করতে হবে।
৫) এবার স্ক্রিনে ২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখাবে।
উচ্চমাধ্যমিকের ফলাফল দেখতে কী কী গুরুত্বপূর্ণ?
প্রতিবারের মতোই 'হিন্দুস্তান টাইমস বাংলা’-র পাশাপাশি সরকারি ওয়েবসাইট থেকেও উচ্চমাধ্যমিকের ফলাফল দেখতে পাবেন। শিক্ষকরা পরামর্শ দিয়েছেন যে রেজাল্ট দেখার আগেই পড়ুয়ারা যেন নিজেদের রেজিস্ট্রেশন নম্বর এবং রোল নম্বরের মতো তথ্য নিজেদের কাছে রেখে দেয়। অ্যাডমিট কার্ডও রেখে দেওয়া যেতে পারে। তাহলে দ্রুত 'হিন্দুস্তান টাইমস বাংলা’ এবং সরকারি ওয়েবসাইট থেকে উচ্চমাধ্যমিকের ফলাফল দেখে নিতে পারবেন পড়ুয়ারা।