দিঘার হোটেলে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার হল পূর্ব বর্ধমানের এক যুবক। ধৃতের নাম আকিবুল শেখ। পুলিশ জানিয়েছে, সে বালি এলাকার একটি টোলপ্লাজায় কাজ করে। শনিবার হাওড়ার বালি এলাকা থেকে তাকে আটক করে দিঘা থানার পুলিশ। রবিবার কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক তদন্তের স্বার্থে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
আরও পড়ুন: চলন্ত ট্রেনে মহিলা চিকিৎসককে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার সিধো কানহো বিরসার অধ্যাপক
পুলিশ সূত্রে খবর, নদিয়ার রানাঘাটের বাসিন্দা ওই গৃহবধূর সঙ্গে আগে থেকেই পরিচয় ছিল আকিবুলের। গৃহবধূ ব্যবসা শুরু করার জন্য মোটা অঙ্কের ব্যাঙ্ক ঋণ খুঁজছিলেন। সেই সুযোগে আকিবুল তাঁকে ঋণ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। শুধু তাই নয়, বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাঁকে নানা জায়গায় নিয়ে যেত বলে অভিযোগ। গৃহবধূর দাবি, সেই সময় বারবার তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক করে আকিবুল। অভিযোগ অনুযায়ী, কয়েক মাস আগে আকিবুল ওই গৃহবধূকে দিঘায় বেড়াতে নিয়ে যায়। সেখানে এক হোটেলে তাঁকে নিয়ে গিয়ে আকিবুল ও তার এক বন্ধু মিলে যৌন নিগ্রহ করে। কিন্তু প্রতিশ্রুতি মতো কোনও ব্যাঙ্ক ঋণ মেলেনি। প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে অবশেষে তিনি পুলিশের দ্বারস্থ হন।
প্রথমে স্থানীয় গাংনাপুর থানায় অভিযোগ দায়ের করেন গৃহবধূ। সেখানে একটি জিরো এফআইআর নথিভুক্ত করে তা দিঘা থানায় পাঠানো হয়। তারপর দিঘা থানার পুলিশ গণধর্ষণের মামলা রুজু করে তদন্ত শুরু করে। সূত্রের খবর, শনিবার বালি এলাকা থেকে আকিবুলকে গ্রেফতার করা হয়েছে। যদিও অপর এক অভিযুক্ত এখনও পলাতক। পুলিশ জানিয়েছে, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুরো ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। পাশাপাশি পলাতক অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। গৃহবধূর গোপন জবানবন্দি ইতিমধ্যেই রেকর্ড করা হয়েছে।