পূর্ব বর্ধমানের কাটোয়া-১ ব্লকে চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুধু পড়ুয়াকে নিয়মিত মারধরই করেন না, প্রতিবাদ জানাতে গেলে ওই ছাত্রের মাকেও বেধড়ক প্রহার করেন। ঘটনায় আহত মহিলাকে হাসপাতালে ভর্তি করতে হয়। আর এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয়।
আরও পড়ুন: ৪০০ টাকা চুরির অপবাদে ছাত্রকে বেধড়ক মার শিক্ষকের, মারে ছাল উঠে গেল পিঠের
ঘটনাটি ঘটেছে কাটোয়া-১ ব্লকের আলমপুর অঞ্চলের অর্জুনডিহি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়টি দাঁইহাট চক্রের অন্তর্গত। প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ুয়া সংখ্যা প্রায় ৩৬০। শিক্ষক-শিক্ষিকার সংখ্যা মোট আটজন। অভিযোগকারী সালেহার বিবি জানান, তাঁর ছেলে আহমেদ আলি শেখ চতুর্থ শ্রেণিতে পড়ে। প্রায় প্রতিদিনই প্রধান শিক্ষক আলাউদ্দিন শেখ তাঁকে শারীরিকভাবে শাস্তি দেন। ভয় পেয়ে ছেলে স্কুলে যেতে চাইছিল না। শুক্রবার দুপুরে বিদ্যালয়ে ২২ শ্রাবণ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। সালেহার অভিযোগ, দুপুর ১২টা নাগাদ তিনি ছেলেকে কেন নিয়মিত মারধর করা হচ্ছে তা জানতে প্রধান শিক্ষকের কাছে যান। তখনই প্রধান শিক্ষক রাগের বশে তাঁকে অশ্লীল ভাষায় গালাগাল করেন এবং চুলের মুঠি ধরে কিল, চড় ও ঘুঁষি মারেন। এর ফলে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁর ভাই মোতলেব শেখ তাঁকে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যান।