অপেক্ষা করুন, বাংলাদেশের জেহাদিদের সায়েস্তা করতে ৭১এর মতো পদক্ষেপ করবে ভারত। বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈধভাবে বাংলাদেশের ভার নেবেন। নন্দীগ্রামে মন কি বাত অনুষ্ঠানে যোগদান করে এমনই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার তিনি বলেন, জেহাদিরা যে ভাষা বোঝে, সেই ভাষায় তাঁকে জবাব দিতে হবে।
এদিন শুভেন্দুবাবু বলেন, ‘যে ভাবে বাংলাদেশের জেহাদি শক্তি ভারতকে আক্রমণ করছে, এমনকী আমেরিকায় গণতান্ত্রিকভাবে জয়ী রাষ্ট্রপতিকেও তারা ছাড়ছে না, তাতে বোঝা যাচ্ছে ৭১ সালে স্বাধীনতাবিরোধীরা, যারা পাকিস্তানকে সমর্থন করেছিল, যাদের জন্য ৩০ লক্ষ বাঙালি শহিদ হয়েছে, কয়েক হাজার ভারতীয় সেনা প্রাণ দিয়েছে, তারাই পিছনের দরজা দিয়ে দেশ চালাচ্ছে। এটা জঙ্গিবাদ, মৌলবাদের একটা প্রয়াস মাত্র। আমি রামজন্মভূমি মামলার প্রধান সাক্ষী আচার্য রামভদ্রাচার্যজি দু’দিন আগে বলেছেন, এরা সোজা কথায় শোনে না। এদেরকে ব্যবস্থা নিতে গেলে হিট করতে হবে। এটা আমার ব্যক্তিগত অভিমত। মৌলবাদ, জঙ্গিবাদ, পাকিস্তানের রাজাকার ও রাজাকারদের নাতি এই জেহাদি শক্তি যে ভাষা বোঝে সেই ভাষায় জবাব দিতে হবে। এটা আমাদের সকলের দাবি ও আমাদের আশা, দেড় বছর ধরে পাকিস্তানের অত্যাচার সহ্য করার পরে ভারতীয় সেনারা এক স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ তৈরি করেছিল। পাকিস্তানিরা পরাজিত হয়েছিল। পাকিস্তানের সেনাধ্যক্ষ নিয়াজি আত্মসমর্পণ করেছিল ভারতীয় সেনার কাছে।’
শুভেন্দুবাবুর আশ্বাস, ‘কিছুদিন সময় লাগবে, তবে একই রকম ব্যবস্থা নিশ্চিত হবে। এটা আমরা আশাবাদী। আর বৈধ প্রধানমন্ত্রী হাসিনা ওয়াজেদ বৈধভাবেই বাংলাদেশের দায়িত্ব নিয়ে নেবেন। গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সংবিধান, বঙ্গবন্ধু শেখ মুজিব যে রাস্তা দেখিয়েছিলেন, সেই রাস্তাতেই ভবিষ্যতের বাংলাদেশ এগোবে।’