দার্জিলিং হিমালয়ান রেলের ইতিহাসে এই প্রথমবার লাভের মুখ দেখল ঐতিহ্যবাহী টয় ট্রেন। শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত টয় ট্রেন চললেও আগে লাভের মুখ দেখত না টয় ট্রেন। গত দুবছরে করোনার কারণে পর্যটক শূন্য ছিল পাহাড়। যার ফলে টয় ট্রেনের আয় একেবারে তলা নিতে ঠেকেছিল। সেই ধাক্কা কাটিয়ে এবার টয় ট্রেনে লাভের অঙ্ক ক্রমেই ঊর্ধ্বমুখী। যা নজিরবিহীন বলেই জানাচ্ছেন আধিকারিকরা।
টয় ট্রেন পর্যটকদের পছন্দের হলেও আগে তাতে যাত্রী হতো হাতে গোনা। ট্রেনে যাত্রীসংখ্যা বাড়ানোর জন্য একাধিক পরিকল্পনা নিয়েছিল রেল কর্তৃপক্ষ। কিন্তু, তাতে খুব বেশি লাভ হয়নি রেলের। রক্ষণাবেক্ষণের খরচ জ্বালানি খরচ এবং সবমিলিয়ে ধসের ফলে রেললাইন ক্ষতিগ্রস্ত হয়। যার ফলে বড় অঙ্কের টাকা খরচ হয়েছিল রেলের। তবে সেই সমস্ত ঝরঝাপটা কাটিয়ে এবছর নজিরবিহীনভাবে টয় ট্রেনে যাত্রী সংখ্যা যেমন বেড়েছে তেমনিই বেড়েছে আয়।