উত্তরবঙ্গের বন্ধ্যাত্বের চিকিৎসায় এক নতুন দিগন্ত খুলতে চলেছে রাজ্য সরকার। শিলিগুড়ি জেলা হাসপাতালে খুব শীঘ্রই চালু হচ্ছে উত্তবঙ্গের প্রথম সরকারি বন্ধ্যাত্ব চিকিৎসাকেন্দ্র। স্বাস্থ্য দফতরের উদ্যোগে হাসপাতালের মাতৃত্ব বিভাগেই তৈরি হয়েছে এই বিশেষ ক্লিনিক। এই পরিষেবার ফলে উপকৃত হবেন সেই সব দম্পতিরা, যাঁরা দীর্ঘদিন ধরে সন্তান না হওয়ার সমস্যায় ভুগছেন এবং ব্যয়বহুল বেসরকারি চিকিৎসার খরচ বহনে অক্ষম।
আরও পড়ুন: বিয়ের আগেই গর্ভে সন্তান আসার কথা মেনে নিলেন নেহা! ‘আমার গর্ভবতী হওয়ার খবর…’
সরকারিভাবে উত্তরবঙ্গে এতদিন বন্ধ্যাত্ব চিকিৎসার তেমন সুযোগ না থাকায় বহু মানুষকে প্রাইভেট ক্লিনিকে যেতে হত। সেখানে চিকিৎসার খরচ হয়ে যায় কয়েক লক্ষ টাকা। শিলিগুড়ি জেলা হাসপাতালের সুপার চন্দন ঘোষ জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে বন্ধ্যাত্বের সমস্যায় ভোগা দম্পতির সংখ্যা বাড়ছে। তাঁর কথায়, ‘রোগীদের মধ্যে এই সমস্যা বেড়েই চলেছে। আমরা একটি বিস্তারিত সমীক্ষাও চালাচ্ছি, যাতে এই প্রবণতার ধরন ও কারণ বুঝে নেওয়া যায়।’
নতুন এই ক্লিনিকে মিলবে নিয়মিত পরামর্শ, রোগ নির্ণয়ের জন্য প্রয়োজনীয় পরীক্ষানিরীক্ষা এবং প্রয়োজনমতো ওষুধ ও ছোটখাটো চিকিৎসা। চিকিৎসকরা জানাচ্ছেন, আইভিএফের মতো ব্যয়বহুল পদ্ধতির প্রয়োজন হয় এমন কেসের সংখ্যা খুবই কম। প্রায় ৮০ শতাংশ দম্পতির ক্ষেত্রেই যথাযথ ওষুধ, জীবনযাপনের পরিবর্তন এবং কিছু পরামর্শেই ভালো ফল পাওয়া সম্ভব।