বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া ইন্ডাস্ট্রির শীর্ষস্থানীয় অভিনেত্রীদের একজন। যদিও বিয়ে ও সন্তানদের জন্মের পর, নেহা এখন সিনেমায় কাজ করেন না বললেই চলে। তবে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। ২০১৮ সালে নেহা অঙ্গদ বেদির সঙ্গে গোপনে বিয়ে করে সকলকে চমকে দিয়েছিলেন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অভিনেত্রী সোহা আলি খান জানিয়েছেন, এটা তাঁর কাছেও একটা অপ্রত্যাশিত ঘটনা ছিল, যদিও তিনি বহু বছর ধরে নেহার ঘনিষ্ঠ বন্ধু।
নেহাও ওই সাক্ষাৎকারে সোহার সঙ্গে উপস্থিত ছিলেন। নেহা বলেন, গর্ভবতী হওয়ার কারণেই তাঁদের তাড়াতাড়ি বিয়ে হয়েছিল। 'দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়া'-র সঙ্গে কথা বলার সময় নেহা ব্যাখ্যা করেছেন কেন তিনি তাঁর অন্যতম বন্ধু সোহা আলি খানকে বিয়েতে ডাকতে পারেননি।
নেহা বলেছেন, 'সে সময় সব কিছুই অস্থির ছিল, আমি গর্ভবতী ছিলাম এবং...। তবে সোহাকে বিয়েতে ডাকতে না পারলেও, আমার গর্ভবতী হওয়ার খবর সবচেয়ে আগে সেই জানতে পেরেছিল।'
নেহা আরও বলেছেন, 'সোহাই সবচেয়ে আগে জানতে পেরেছিল যে আমি গর্ভবতী। কারণ, সোহা, আমি এবং কুনাল খেমু একটা রেস্তোরাঁয় খাওয়াদাওয়া করছিলাম, ঠিক তখনই আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। পরের দিন সকালে আমরা আবার দেখা করি এবং তখনই আমি তাঁকে জানাই যে আমি গর্ভবতী।'
নেহা সাক্ষাৎকারে জানিয়েছেন, 'যখন আমি গর্ভবতী হয়েছিলাম, তখন অঙ্গদ ও আমি ডেটিং করছিলাম, কিন্তু আমাদের সম্পর্ক তখন একদম নতুন ছিল। সে সময় আমাদের কাছে, আমাদের বাবা-মার চেয়ে বন্ধুদের সঙ্গে এই বিষয়টি শেয়ার করা সহজ ছিল, যাদের সম্প্রতি সন্তান হয়েছে।'
নেহা আরও বলেন, ‘আমাদের সবসময়ই প্রশ্ন করা হয়, 'আপনারা কি এই কারণেই একসঙ্গে আছেন, নাকি সত্যিই একসঙ্গে থাকতে চান?' আমরা ভালোবাসি এবং ভালোভাবেই থাকছি একে-অপরের সঙ্গে।’
উল্লেখ্য, নেহা ও অঙ্গদ ২০১৮ সালের মে মাসে বিয়ে করেন এবং নভেম্বরে তাদের মেয়ে মেহেরের জন্ম হয়। নেহা ও অঙ্গদ ৭ বছরের মেয়ে মেহের এবং ৩ বছরের ছেলে গুরিকের বাবা-মা।