দত্তপুকুরে মন্ত্রীর সামনে তৃণমূলকর্মীর হাতে আক্রান্ত বিজেপির মণ্ডল সভাপতির বিরুদ্ধে পালটা অভিযোগ দায়ের হল দত্তপুকুর থানায়। রবিবার স্থানীয় এক তৃণমূলকর্মী বিজেপির মণ্ডল সভাপতি সাগর বিশ্বাসের বিরুদ্ধে মারধরের অভিযোগ দায়ের করেন। ঘটনায় বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যের দাবি, এটাই হল দিদির সুরক্ষা কবচ।রবিবার রাতে দত্তপুকুর থানায় সাগর বিশ্বাসের নামে মারধর ও শারীরিক হেনস্থার অভিযোগ করেন এক তৃণমূলকর্মী। তবে সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ এখনো কোনও তৎপরতা দেখিয়েছে বলে জানা যায়নি। গত শনিবার দত্তপুকুরে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে অংশগ্রহণ করতে যান রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। সেখানে তাঁকে স্থানীয় একটি রাস্তার সমস্যা নিয়ে বলতে যান বিজেপির মণ্ডল সভাপতি সাগর বিশ্বাস। তখন মন্ত্রীর সামনেই তাঁকে সপাটে চড় মারেন তৃণমূলকর্মী শিবম রায়। গোটা ঘটনা ধরা পড়ে ক্যামেরায়। সেই ছবি ভাইরাল হতেই শুরু হয় বিতর্ক। পালটা রাস্তা অবরোধ শুরু করে বিজেপি। চাপের মুখে অভিযুক্ত তৃণমূলকর্মীর বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় অভিযোগ করে মুখরক্ষা করে দত্তপুকুর থানার পুলিশ। ঘটনার পর ৪৮ ঘণ্টা কাটলেও সেই অভিযোগের ভিত্তিতে নজরে পড়ার মতো কোনও পদক্ষেপ করেনি পুলিশ। এরই মধ্যে আক্রান্ত বিজেপি নেতার বিরুদ্ধে দায়ের হল পালটা মামলা।এই নিয়ে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘বুঝতেই পারছেন দিদির সুরক্ষা কবচ কী জিনিস। গ্রামে গঞ্জে এরকম ঘটনা রোজ ঘটছে। তৃণমূলের হাতে খুন হওয়া কর্মীর পরিবারকে খুনের অভিযোগে ফাঁসানো হচ্ছে। এই ঘটনাটা ক্যামেরার সামনে ঘটেছে বলে সবাই দেখতে পেয়েছে।’পালটা তৃণমূলের এক মুখপাত্র বলেন, ‘চড় মারার ঘটনা দল সমর্থন করে না। প্ররোচনায় পা দিয়ে চড় মেরেছেন ওই তৃণমূলকর্মী। কিন্তু আমাদের দলের কর্মসূচিতে বিরোধীরা এসে গোলমাল পাকানোর চেষ্টা করলে দলের কর্মী তো পুলিশে অভিযোগ করবেনই।’