আজ সোমবার থেকে রাজ্যজুড়ে চালু হল পাড়ায় শিক্ষালয় কর্মসূচি। বাদ যায়নি বীরভূমও। কর্মসূচির শুরুতেই বীরভূমের বিদ্যাসাগর ভবনে পড়ুয়াদের সঙ্গে বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে তাদের উৎসাহ বাড়ালেন বীরভূমের জেলা শাসক বিধান রায়। এভাবে খুদেদের সঙ্গে খেলতে পেয়ে আপ্লুত বীরভূমের জেলা শাসক। প্রথমদিন পাড়ায় শিক্ষালয় ব্যাপক সাড়া মিলেছে বলে জানিয়েছেন বিধান রায়। তিনি বলেন, 'শিশু শিক্ষা কেন্দ্র, মাধ্যমিক শিক্ষাকেন্দ্র মিলিয়ে বীরভূমে পাঁচ হাজারের বেশি স্কুল রয়েছে। প্রথম দিন ২ লক্ষ ৭২ হাজারের বেশি পড়ুয়া স্কুলে এসেছে। প্রায় ১১ হাজার শিক্ষক শিক্ষিকা প্রথমদিন বীরভূমের বিভিন্ন এলাকায় পাড়ায় শিক্ষালয় কর্মসূচিতে পড়ুয়াদের পড়িয়েছেন।'পাড়ায় শিক্ষালয় কর্মসূচিকে স্বাগত জানিয়ে তিনি বলেন, 'গাছ তলায় বা খোলামেলা জায়গায় পড়াশোনা করানোর রাজ্য সরকারের যে আশ্রমিক ভাবনা চিন্তা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও ঠিক এরকম ভাবনায় তাঁর অসাধারণ প্রয়াস করেছিলেন শান্তি নিকেতনে। সেই ধাঁচে পাড়ায় শিক্ষালয় কর্মসূচি আজ থেকে শুরু হল। বিশেষ করে যারা স্কুলে ভর্তি হওয়ার পর প্রথম স্কুলে যাচ্ছে তাদের জন্যই পাড়ায় শিক্ষালয় কর্মসূচি ভাবনা চিন্তা।' তিনি আরও বলেন, 'পাড়ায় শিক্ষালয় এতটাই ভাল উদ্যোগ যে এটাকে শুধু আমরা নির্দেশ হিসেবেই দেখছি না আন্তরিকতার সঙ্গে সমস্ত রকম ভাবে প্রশিক্ষণ কর্মসূচিকে সফল করে তোলার প্রয়াস চালাচ্ছি আমরা।' পড়ুয়াদের মধ্যেও পাড়ায় শিক্ষালয় কর্মসূচি নিয়ে উৎসাহ দেখা গিয়েছে বলে তিনি দাবি করেছেন। তিনি বলেন, 'রাজ্য সরকার পড়াশোনার জন্য পাড়ায় শিক্ষালয়ে যে সুযোগ করে দিয়েছে তা দুহাত তুলে নিয়েছে ছাত্রছাত্রীরা।'