ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল নববধূর। ঘটনা দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের। মঙ্গলবার সকালে সোনারপুরের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় মৌমিতা ভট্টাচার্য (২৬) নামে ওই বধূর। স্ত্রীর মৃত্যুতে হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছেন স্বামী সুমিত ভট্টাচার্য।
দক্ষিণ ২৪ পরগনার জয়নগর মজিলপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুমিতবাবু জানিয়েছেন, গত ২১ সেপ্টেম্বর জ্বর আসে মৌমিতাদেবীর। ২৩ সেপ্টেম্বর ডেঙ্গু পরীক্ষা করান তাঁরা। ২৪ সেপ্টেম্বর রিপোর্ট পজিটিভ আসে। ওই রাতেই তাঁকে সোনারপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তার পর থেকে তাঁর শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হতে থাকে। হাসপাতালের তরফে জানানো হয়, মৌমিতাদেবী চিকিৎসায় সাড়া দিচ্ছেন না। মঙ্গলবার ভোরে সোনারপুরের বেসরকারি হাসপাতালেই মৃত্যু হয় তাঁর।
কলকাতায় বেসরকারি সংস্থার অফিসে টাকা গোনার মেশিন নিয়ে অভিযানে ED, বাড়ছে ধোঁয়াশা
নিহতের স্বামীর অভিযোগ, হাসপাতালে চিকিৎসার কোনও পরিকাঠামো নেই। নেই কোনও চিকিৎসক। রোগীর পরিবারের কাছ থেকে শুধু টাকা আদায় করতে ব্যস্ত হাসপাতাল কর্তৃপক্ষ।
মৌমিতাদেবীর ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ ডেঙ্গু হ্যামারেজিক শকের উল্লেখ রয়েছে। তবে চিকিৎসায় গাফিলতির অভিযোগ নিয়ে কোনও মন্তব্য করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। বিয়ের ১ বছরের মধ্যে বধূর মৃত্যুতে বিহ্বল গোটা পরিবার।