ফের একবার পথকুকুরের মৃত্যু ঘিরে চাঞ্চল্য কৃষ্ণনগরে। স্থানীয়দের দাবি, শহরের প্রাণকেন্দ্রে বৃহস্পতি ও শুক্রবার মোট ১২টি পথকুকুরের বিষক্রিয়ায় মৃত্যু হয়েছ। অভিযোগ পেয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। কুকুরগুলির দেহ ময়নাতদন্তের ব্যবস্থা করা হচ্ছে।
আরও পড়ুন - মালদায় ফের বীভৎস নারী নির্যাতন, মহিলাকে বিবস্ত্র করে মারধরে অভিযুক্ত TMC নেতা
পড়তে থাকুন - উত্তরবঙ্গে আরও এগল মৌসুমী বায়ু, দক্ষিণবঙ্গের দোরগোড়ায় দাঁড়িয়ে বর্ষা
স্থানীয়রা জানিয়েছেন বৃহস্পতিবার সকালে কোতয়ালি থানা লাগোয়া এলাকায় ৩টি কুকুরকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাদের মুখ থেকে গ্যাঁজলা বেরোচ্ছিল। পরবর্তী ৪৮ ঘণ্টায় আসে পাশের এলাকায় আরও ৯টি পথকুকুরের দেহ উদ্ধার হয়। স্থানীয়রা জানিয়েছন, কুকুরগুলি একটি পরিত্যক্ত পলিথিন থেকে কিছু খেয়েছিল। তার পরই বিষক্রিয়ায় একে একে মৃত্যু হয় তাদের। কেউ বা কারা বিষ দিয়ে কুকুরগুলিকে হত্যা করেছে বলে অভিযোগ তুলেছেন শহরের পশুপ্রেমীরা।
এব্যাপারে একটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে কোতয়ালি থানার পুলিশ। অজ্ঞাতপরিচয়ের বিরুদ্ধে দায়ের সেই মামলার ভিত্তিতে কুকুরগুলির দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।
স্থানীয় এক বাসিন্দা বলেন, পথকুকুরদের কারণে রাতে দুষ্কৃতীদের যাতায়াতে অসুবিধা হয়। তারা দুষ্কর্ম করতে বেরোলেই কুকুর ডেকে ওঠে। কখনও তাড়া করে। তাই দুষ্কৃতীরাই বিষ খাইয়ে কুকুরগুলিকে মেরেছে। সিসিটিভি ফুটেজ দেখলেই সব বেরিয়ে যাবে। আমরা দোষীদের কঠিন শাস্তি দাবি করছি।
আরও পড়ুন - স্বাস্থ্যবিধি না মেনেই তৈরি হচ্ছে জলের পাউচ, পরিবহন হচ্ছে আবর্জনা ফেলার গাড়িতে
বলে রাখি, গত মার্চেও পথকুকুরের মৃত্যু নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছিল কৃষ্ণনগর। অভিযোগ, এক ব্যক্তি প্রকাশ্য রাস্তায় একটি পথকুকুরকে লাঠিপেটা করে হত্যা করেন। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে সেই ছবি। এর পর ওই ব্যক্তির গ্রেফতারির দাবিতে শহরের কালেক্টরেট মোড় অবরোধ করেন পশুপ্রেমীরা।