নদিয়ার কল্যাণীতে জওহরলাল নেহরু মেমোরিয়াল (জেএনএম) হাসপাতালে চার বছরের এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, চিকিৎসায় গাফিলতি এবং জোর করে সিটি স্ক্যান করানোর পরেই শিশুটির মৃত্যু হয়েছে। ঘটনায় ক্ষুব্ধ শিশুর পরিবারের সদস্যরা। তাদের অভিযোগের ভিত্তিতে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন: কেন্দ্রের আর্থিক সহায়তা পৌঁছোনোর আগেই মৃত্যু হল বিরল রোগে আক্রান্ত শিশুর
জানা গিয়েছে, হরিণঘাটার বাসিন্দা চার বছর তিন মাস বয়সি শিশুটিকে মঙ্গলবার হাসপাতালে ভর্তি করা হয়। তার উপসর্গ ছিল মাথাব্যথা ও বমি। চিকিৎসক প্রাথমিক পর্যবেক্ষণের পর সিটি স্ক্যান করানোর নির্দেশ দেন। বুধবার সেই স্ক্যান করানোও হয়। পরিবারের দাবি, স্ক্যানের রিপোর্ট দেখে চিকিৎসকেরা জানান, শিশুর মস্তিষ্কে জল জমেছে এবং পরে এমআরআই করাতে হবে। যদিও তখনই তারা বলেন, শিশুর শারীরিক অবস্থা কিছুটা ভালোর দিকে, তাই এমআরআই এখনই সম্ভব নয়। পরিবারের অভিযোগ, শুক্রবার রাতে আচমকাই এক জুনিয়র চিকিৎসক ও কয়েকজন নার্স নতুন করে সিটি স্ক্যান করানোর জন্য চাপ দিতে থাকেন। এমনকি, স্ক্যান না করালে রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কথাও বলা হয়। রোগীর পরিবারের কথায়, তারা প্রবল চাপে পড়ে জোর করে একটি অনুমতির চিঠিতে স্বাক্ষর করাতে বাধ্য হন।