মধ্যমগ্রামে ভয়াবহ বিস্ফোরণের ঘটনার পর নড়েচড়ে বসেছে পুরসভা। ঘটনার দু’দিনের মাথায় এলাকাজুড়ে নজরদারি কড়া করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। পুরসভা সিদ্ধান্ত নিয়েছে, স্টেশন চত্বর ও উড়ালপুলের নীচে বসানো হবে একাধিক সিসিটিভি ক্যামেরা। পাশাপাশি, পুলিশি টহলও আরও জোরদার করা হবে।
আরও পড়ুন: মধ্যরাতে হাইস্কুলের গেটের সামনে ভয়ঙ্কর বিস্ফোরণ, মধ্যমগ্রামে গুরুতর জখম যুবক
পুরসভা সূত্রে খবর, প্রাথমিকভাবে রেললাইনের দুই ধারে ও উড়ালপুল-সংলগ্ন অঞ্চলে মোট দশটি সিসিটিভি বসানো হবে। ইতিমধ্যেই ক্যামেরা বসানোর জায়গাগুলি চিহ্নিত হয়ে গিয়েছে। দ্রুতই কাজ সম্পন্ন করা হবে বলে আশ্বাস দিয়েছেন মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ। তিনি জানিয়েছেন, ক্যামেরাগুলির রক্ষণাবেক্ষণ ও মনিটরিংয়ের দায়িত্বে থাকবে স্থানীয় থানা।শুধু নজরদারি ক্যামেরাই নয়, স্টেশন ও উড়ালপুল ঘিরে মানুষের যাতায়াতের ভিড়ের কথা মাথায় রেখে পুলিশি পেট্রোলিংও বাড়ানো হবে। পুরসভা ও পুলিশ প্রশাসনের এই যৌথ উদ্যোগে এলাকার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরালো হবে বলেই দাবি করা হচ্ছে।
বিস্ফোরণের পর থেকেই প্রশ্ন উঠছিল, এত জনবহুল এলাকায় কেন আগে থেকে সিসিটিভি ছিল না। ঘটনার পর বিরোধী দলগুলি শাসক তৃণমূলের গাফিলতির অভিযোগ তোলে। বিজেপি রাস্তায় নেমে নিরাপত্তার দাবিতে সরব হয়। সমালোচনার মুখে পড়েই হঠাৎ সক্রিয় হয়েছে পুরসভা। যদিও শাসকপক্ষের দাবি, মানুষের নিরাপত্তাই তাঁদের একমাত্র অগ্রাধিকার, বিরোধীদের বক্তব্যকে গুরুত্ব দেওয়ার কিছু নেই।