কোভিডের বাড়বাড়ন্তের কারণে দূরপাল্লার একাধিক ট্রেনে হ্রাস পেয়েছে যাত্রী সংখ্যা।সেই পরিস্থিতিতে একাধিক স্পেশাল ট্রেন বাতিল করল পূর্ব রেল। এই ট্রেনগুলি হল-১) ০২৩০৭ হাওড়া-নিউ জলপাইগুড়ি স্পেশাল: আগামিকাল (১২ জানুয়ারি) হাওড়া-নিউ জলপাইগুড়িগামী ট্রেন বাতিল থাকবে।২) ০২৩০৮ নিউ জলপাইগুড়ি- হাওড়া স্পেশাল: আগামী ১৩ জানুয়ারি (বৃহস্পতিবার) নিউ জলপাইগুড়ি-হাওড়াগামী স্পেশাল ট্রেন বাতিল থাকবে। ৩) ০৩৭৫১ শিয়ালদহ- নিউ জলপাইগুড়ি স্পেশাল: আগামী বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বাতিল থাকবে।৪) ০৩৭৫২ নিউ জলপাইগুড়ি - শিয়ালদহ স্পেশাল: নিউ জলপাইগুড়ি-শিয়ালদহ ট্রেন আগামী শুক্রবার (১৪ জানুয়ারি) বাতিল থাকবে।শুধুমাত্র ওই নির্দিষ্ট দিনেই স্পেশাল ট্রেনগুলির একটি ট্রিপ বাতিল থাকবে বলে রেলের এক আধিকারিক জানিয়েছেন।